Asia Cup 2025: পাকিস্তানের দুই ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসিতে নালিশ বিসিসিআই-এর?
Asia Cup 2025: ভারতের বিরুদ্ধে ম্যাচে দুজন পাকিস্তানি ক্রিকেটারদের বিতর্কিত আচরণের বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ জানিয়েছে বিসিসিআই। জানা গেছে, ঐ দুই ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

এশিয়া কাপ ২০২৫ ক্রিকেট
এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে, ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানি ক্রিকেটার সাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফের বিতর্কিত আচরণের জন্য বিসিসিআই এবার আইসিসি-র কাছে অভিযোগ জানিয়েছে।
পাকিস্তানি খেলোয়াড়দের বিরুদ্ধে বিসিসিআই-এর অভিযোগ
আইসিসি এবং ম্যাচ রেফারির কাছে ইতিমধ্যেই অভিযোগ জমা দেওয়া হয়েছে। মাঠের আচরণবিধি লঙ্ঘনের জন্য দুই খেলোয়াড়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় দল। বিসিসিআই সূত্র মারফৎ এইরকমটাই জানা যাচ্ছে।
সাহিবজাদা ফারহানের বিতর্কিত উদযাপন
ভারতের বিরুদ্ধে ম্যাচে, ওপেনার সাহিবজাদা ফারহান অর্ধশতরানের পর বন্দুকের মতো ব্যাট ধরে উদযাপন করেন। এই কাজটিকে উস্কানিমূলক বলে সমালোচনা করা হয়। সেইসঙ্গে, হ্যারিস রউফের আচরণও বিতর্ক সৃষ্টি করে সেই ম্যাচে।
হ্যারিস রউফের বিতর্কিত আচরণ
মাঠে উপস্থিত দর্শকরা যখন 'কোহলি, কোহলি' বলে চিৎকার করছিলেন, তখন হ্যারিস রউফ বিরক্ত হয়ে আঙুল তুলে "০-৬" ইঙ্গিত করেন। এটি পাকিস্তানের একটি ভিত্তিহীন সামরিক দাবির প্রতীক, যা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।
আগে জিতে দেখান..
রাউফের এই কাজের তীব্র নিন্দা জানায় ভারতীয় সমর্থকরা। বিসিসিআই এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ জানিয়েছে। অন্যদিকে, পাকিস্তানি ক্রিকেটাররা এই অভিযোগের নিন্দা করে পাল্টা অভিযোগ তুলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।