সংক্ষিপ্ত
বাংলার ছোটরা কিন্তু বেশ ভালোই খেলছে।
বাংলার ছোটরা কিন্তু বেশ ভালোই খেলছে। ভিনু মানকড় (Vinoo Mankad) ট্রফির ফাইনালে পৌঁছে গেল বাংলার অনূর্ধ্ব-১৯ (Bengal U-19) ক্রিকেট দল।
ভিনু মানকড় ট্রফিতে কার্যত, দাপট দেখা বাংলা। প্রায় ১১ বছর পর, এই প্রতিযোগিতার ফাইনালে উঠল বাংলার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। রাজকোটে, সেমিফাইনালে ছত্তিশগড়ের বিরুদ্ধে ১৩১ রানে জয় পেল তারা।
প্রসঙ্গত, শেষবার গত ২০১৩ সালে বাংলা ক্রিকেট দল শেষবারের জন্য ভিনু মানকড় ট্রফির ফাইনালে উঠেছিল। তারপর থেকে এতগুলো বছর কেটে গেলেও, আর সুযোগ আসেনি বাংলার কাছে। কিন্তু এবার কোচ সৌরাশিস লাহিড়ীর হাত ধরে এবং তাঁর প্রশিক্ষণেই এই ঐতিহ্যবাহী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল বাংলার ছোটরা।
আরও একবার ফাইনালের মঞ্চে বাংলা। শনিবার, ফাইনালে বাংলার মুখোমুখি গুজরাট। দলের কোচ সৌরাশিস লাহিড়ী জানিয়েছেন, “এটা পুরোটাই দলগত সাফল্য। প্রতিটি ক্রিকেটার দলের প্রয়োজনে এগিয়ে এসেছে এবং নিজের সেরাটা দিয়েছে। তাই এই জয় নিয়ে আমি খুব খুশি। বিশেষ করে বিশাল ভাটি খুব ভালো খেলেছে। অন্যদিকে, অঙ্কিত চট্টোপাধ্যায় এবং আশুতোষও কুমারও খুব ভালো পারফর্ম করেছে।”
তাঁর কথায়, “চাপের মুখে দল খুব ভালোভাবে সামলে নিয়েছে। যেভাবে ছেলেরা খেলেছে তার প্রশংসা করতেই হবে।” সেমিতে ম্যাচের সেরা নির্বাচিত হন বিশাল। ১১৭ বলে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। সেইসঙ্গে, বল হাতে ২২ রান দিয়ে নেন ৩টি উইকেট।
অপরদিকে, ওপেনার অঙ্কিত করেন ১০২ বলে ৯২ রান। এছাড়াও, অগ্নীশ্বর দাসের সংগ্রহে ৪২ রান। প্রথমে ব্যাট করে বাংলা তোলে মোট ২৮৫ রান। জবাবে ছত্তিশগড়ের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৫৪ রানে। বাংলার হয়ে আশুতোষ ৪টি উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।