সংক্ষিপ্ত
প্রথম দিনের শুরুতেই বিপাকে ভারত।
প্রথম দিনের শুরুতেই বিপাকে ভারত। বর্ডার-গাভাসকার ট্রফি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনের শুরুটা খুব একটা ভালো হল না ভারতের। মাত্র ১৫০ রানেই শেষ টিম ইন্ডিয়ার ইনিংস।
শুক্রবার থেকে পার্থের অপটাস স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম টেস্ট। যে খেলায় মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia)। টসে জিতে দিন ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক যশপ্রীত বুমরা। কিন্তু শুরু থেকেই বেজায় চাপে পড়ে যায় ভারত। ওপেনার যশস্বী জয়সওয়াল প্যাভিলিয়নে ফিরে যান ০ রানে।
তবে কেএল রাহুল কিছুটা হাল ধরার চেষ্টা করেন। কিন্তু তা যথেষ্ট ছিল না দলের জন্য। তাঁর সংগ্রহে মাত্র ২৬ রান। তিনি ফিরে যাওয়ার পর, দলের মিডল অর্ডারে প্রয়োজন ছিল একটি দায়িত্বপূর্ণ ইনিংস খেলার। কিন্তু দেবদূত পাডিকাল সেই জায়গায় পুরোপুরি ব্যর্থ। তিনিও খালি হাতে ফিরে যান।
অন্যদিকে, দলের তারকা ব্যাটার বিরাট কোহলি করেন মাত্র ৫ রান। এছাড়া ধ্রুব জুরেল ১১ এবং ওয়াশিংটন সুন্দরের সংগ্রহে মাত্র ৪ রান। তবে দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থের প্রশংসা করতেই হয়। কার্যত, উইকেটে পড়ে থেকে লড়াই চালিয়ে গেলেন। তবে তিনি ফিরলেন ৩৭ রানে। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন নীতিশ রেড্ডি। তাঁর সংগ্রহে ৪১ রান।
এদিন ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৫০ রানে। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড কার্যত আগুনে বোলিং করেন। তিনি একাই নেন ৪ উইকেট। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ।
ব্যাট করতে নেমেছে অজিরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।