সংক্ষিপ্ত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত সাহসী হতে পারে, কিন্তু এই সিদ্ধান্তের জন্য পরে আফশোস করতে পারেন ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরা।
২০১৮ সালে পারথ স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচে দুরন্ত শতরান করেছিলেন। কিন্তু এবার ১২ বল খেলে মাত্র ৫ রান করেই আউট হয়ে গেলেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে তিনিই ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার। শুরুতে যশস্বী জয়সোয়াল ও দেবদত্ত পাড়িক্কলের উইকেট হারানোর পর বিরাটের ব্যাটের দিকে তাকিয়েছিল ভারতীয় শিবির। কিন্তু দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে যেভাবে ব্যর্থ হয়েছিলেন, অস্ট্রেলিয়া সফরে প্রথম ইনিংসে ঠিক সেরকমই ব্যাটিং করলেন বিরাট। জশ হ্যাজেলউডের বলে উসমান খাজাকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তারকা ব্যাটার। ফলে পারথ টেস্ট ম্যাচের শুরুতেই ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারতীয় দল।
টসে জিতে ব্যাটিং ভারতের
পারথ স্টেডিয়ামের পিচে যথেষ্ট ঘাস আছে। বৃষ্টি হওয়ায় উইকেট প্রাণবন্ত। এই পেস ও বাউন্সে ভরা উইকেট দেখেও টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এই ম্যাচে ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরা। কিন্তু ব্যাটাররা এখনও পর্যন্ত তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিতে পারেননি। ম্যাচের তৃতীয় ওভারেই মিচেল স্টার্কের বলে কভার ড্রাইভ করতে গিয়ে নাথান ম্যাকসুইনির হাতে ধরা পড়েন যশস্বী জয়সোয়াল (০)। অস্ট্রেলিয়ার মাটিতে সফল হতে গেলে টি-২০ ফর্ম্যাটের শট খেলা ভুলে যেতে হবে যশস্বীকে। তাঁকে বল ছাড়া অভ্যাস করতে হবে। ৩ নম্বরে ব্যাটিং করতে নামেন আইপিএল-এর অপর এক তারকা দেবদত্ত পাড়িক্কল। তিনি ধৈর্য ধরে ব্যাটিং করছিলেন। কিন্তু ২৩ বল খেলে রান করার আগেই জশ হ্যাজেলউডের বলে অ্যালেক্স কেরিকে ক্যাচ দিয়ে ফিরে যান দেবদত্ত।
স্বপ্ন দেখাচ্ছেন রাহুল
পারথ টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত ভারতের সেরা ব্যাটার কে এল রাহুল। তিনি উইকেটের সঙ্গে মানিয়ে নিয়েছেন। শুরুতে গুটিয়ে থাকলেও, পরিবেশ-পরিস্থিতি বুঝে নেওয়ার পর বাউন্ডারি মারছেন এই ব্যাটার। তাঁর কাছ থেকে বড় ইনিংসের আশায় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডির অভিষেক, পারথ টেস্টে টসে জিতে ব্যাটিং ভারতের
অস্ট্রেলিয়ায় কত দামে বিক্রি হচ্ছে বিরাট কোহলির ব্যাট? লজ্জা পাবে আইফোন ১৬ প্রো ম্যাক্সও
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে যোগ দিচ্ছেন মহম্মদ শামি? বড় ইঙ্গিত জসপ্রীত বুমরার