সংক্ষিপ্ত

এগিয়ে আসছে স্বেই মাহিন্দ্রক্ষণ। 

পার্থের অপ্টাস স্টেডিয়ামে কিন্তু তৈরি রয়েছে সবুজ পিচ। দুর্দান্ত এক লড়াই অপেক্ষা করে আছে বিরাট কোহলিদের জন্য। তবে তার আগে নিবিড় অনুশীলনে ব্যস্ত গোটা ভারতীয় ক্রিকেট দল। সেইসঙ্গে, মোটামুটি স্পষ্ট হয়ে গেল যশপ্রীত বুমরার নেতৃত্বে প্রথম একাদশে ঠিক কারা কারা থাকতে পারেন।

তবে তার আগে ম্যাচ সিমুলেশন শুরু করেছে টিম ইন্ডিয়া। এদিন অপ্টাস স্টেডিয়ামে, প্র্যাক্টিস শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। উল্লেখ্য, এই মাঠেই গত ২০১৮ সালে দুরন্ত সেঞ্চুরি করেন কোহলি। এদিকে আবার টালমাটাল অবস্থা গম্ভীরের।

তারপর দল শুরু করে দেয় ফিল্ডিং অনুশীলন। টি দিলীপের প্রশিক্ষণে দীর্ঘক্ষণ অনুশীলনে ব্যস্ত রইলেন দেবদত্ত পাড়িক্কলরা। ভিতরে ভিতরে ভালোই টেনশনের চোরাস্রোত বইছে। কিন্তু যে পরিস্থিতিই থাকুক না কেন, বাইরে হাসিঠাট্টার মধ্যেই চলছে অনুশীলন। ওদিকে আবার চলল স্লিপে ক্যাচিং প্র্যাকটিস।

প্রায় এক ঘণ্টা ধরে স্লিপে পাড়িক্কল, কোহলি, কেএল রাহুল এবং যশস্বীরা জোরালো অনুশীলন সারলেন। নজর যেন বারবার ঘুরে যাচ্ছিল কোহলির দিকে। সবাই যখন ফিরে গেছেন, তারপরেও আরও আধঘণ্টা ধরে চলল তাঁর ক্যাচিং প্র্যাক্টিস।

এরপর ব্যাটিং প্র্যাক্টিসে ঢুকলেন তারা। একেবারে প্রথম নেটে প্রবেশ করলেন যশস্বী-রাহুল। টিম ইন্ডিয়ার ওপেনিং জুটিতে দেখা যেতে পারে তাদের। যদিও এই ম্যাচে চোটের জন্য নেই শুভমান গিল। দ্বিতীয় নেটে ঢুকলেন সম্ভাব্য তৃতীয় এবং চতুর্থ স্থানের ব্যাটার পাড়িক্কল ও কোহলি। তৃতীয় নেটে ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল।

এছাড়া চতুর্থ নেটে নামলেন রবীন্দ্র জাদেজা। সেখানে সরফরাজ অনুশীলন চালালেও, প্রথম একাদশে তাঁর থাকার সম্ভাবনা অনেকটাই কম। ওদিকে বোলিং প্র্যাকটিস করলেন আকাশদীপ, মুকেশ কুমাররা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।