সংক্ষিপ্ত
দিল্লি টেস্ট ম্যাচের পর কয়েকদিন বিশ্রামে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এবার ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি, কে এল রাহুলরা।
মাঝে আর মাত্র একটি দিন। বুধবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। সিরিজের প্রথম দু'টি টেস্ট ম্যাচেই সহজ জয় পেয়েছে ভারতীয় দল। কিন্তু কাজ এখনও শেষ হয়নি। এই সিরিজে আরও দু'টি ম্যাচ বাকি। সিরিজ জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়া নিশ্চিত করতে হলে আর অন্তত একটি ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। ফলে ইন্দোর টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজে্ ২-০ এগিয়ে থাকলেও, অস্ট্রেলিয়া দলকে একেবারেই হাল্কাভাবে নিচ্ছে না ভারত। সোমবার থেকে ইন্দোর টেস্ট ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি, কে এল রাহুল, শুবমান গিল, ঈশান কিষান, চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজারা। বিসিসিআই-এর পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নেটে বোলিং করছেন মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট, কুলদীপ যাদবরা। ব্যাটিং অনুশীলন করতে দেখা যাচ্ছে রবীন্দ্র জাদেজা, বিরাট, সূর্যকুমার যাদব, রাহুলকে। ফিল্ডিং অনুশীলনও করলেন ঈশানরা। ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কেও অনুশীলনে দেখা গেল।
নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইনিংস ও ১৩২ রানে জয় পেয়েছে ভারতীয় দল। এরপর দিল্লিতে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে ভারত। এবার নাগপুরেও জয়ের লক্ষ্যেই খেলতে নামছে ভারত। এই সিরিজে এখনও পর্যন্ত অর্ধশতরান করতে পারেননি বিরাট। তাঁর সর্বাধিক স্কোর ৪৪। এবার ইন্দোরে বড় স্কোরই বিরাটের লক্ষ্য। বেশ কিছুদিন ধরেই বড় রান পাচ্ছেন না রাহুল। তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছেন অনেকে। ইতিমধ্যেই সহ-অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাহুলকে। ফলে তাঁকে এবার বাদ দেওয়াও হতে পারে। অসাধারণ ফর্মে থাকা শুবমান গিল এই সিরিজে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি। ফলে রাহুলের বদলে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে।
এই সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের স্পিনাররা। জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনরা যেমন বল হাতে ভেল্কি দেখাচ্ছেন, তেমনই ব্যাট হাতেও দলকে ভরসা দিচ্ছেন। বল হাতে সেভাবে সাফল্য না পেলেও, ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন অক্ষর। ফলে ভারতীয় দল নিয়ে চিন্তার কিছু নেই।
ইন্দোরে ভারতীয় দলে একটিই বদল হতে পারে। রাহুলের বদলে সুযোগ পেতে পারেন শুবমান। এই ম্যাচেও ভারত জয় পেলে আমেদাবাদে সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচে কুলদীপ, উমেশ যাদব, উনাদকাট, ঈশান, সূর্যকুমাররা সুযোগ পেতে পারেন।
আরও পড়ুন-
আঙুলের চোটের জন্য ইরানি কাপে নেই সরফরাজ খান, দলে বাংলার ৪ ক্রিকেটার
কামিন্স, ওয়ার্নার না থাকলেও তৃতীয় টেস্টে সমস্যা হবে না, দাবি হ্যান্ডসকম্বের
Rohit Sharma: কে এল রাহুল দক্ষ ক্রিকেটার, ওর পাশে আছে দল, বললেন রোহিত