সংক্ষিপ্ত
প্রায় ২ দশক পাকিস্তান সফরে যায়নি ভারতীয় ক্রিকেট দল। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি দল পাঠাবে বিসিসিআই? এ বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
বিসিসিআই এখনও হ্যাঁ বা না কিছুই বলেনি। তবে ভারতীয় দল পাকিস্তানে যাচ্ছে ধরে নিয়েই ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি তৈরি করছে পিসিবি। ১ মার্চ লাহোরে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১৯ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্ট চলবে ৯ মার্চ পর্যন্ত। বিসিসিআই এই টুর্নামেন্টের জন্য দল পাঠাবে বলে আশা করছে পিসিবি। সম্প্রতি টি-২০ বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে লাহোরে ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তিনি আইসিসি-র কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫টি ম্যাচের সূচি জমা দিয়েছেন। ভারতের সব ম্যাচই আয়োজন করা হবে লাহোরে। ভারতীয় দলের জন্য নিরাপত্তার বিশেষ আয়োজন করা হচ্ছে। তবে বিসিসিআই পাকিস্তানে দল পাঠাবে কি না এখনও স্পষ্ট নয়। কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে তবেই পাকিস্তানে দল পাঠাবে বিসিসিআই। এখনও সেই অনুমতি দেয়নি সরকার।
ভারতের জন্য আলাদা ব্যবস্থা পিসিবি-র
আইসিসি বোর্ডের এক সদস্য জানিয়েছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের খসড়া সূচি জমা দিয়েছে পিসিবি। লাহোরে হবে ৭ ম্যাচ। ৩ ম্যাচ হবে করাচিতে এবং ৫ ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ হবে করাচিতে। সেমি-ফাইনাল হবে করাচি ও রাওয়ালপিন্ডিতে। ফাইনাল হবে লাহোরে। ভারতীয় দল যদি সেমি-ফাইনালে পৌঁছয়, তাহলে সেই ম্যাচ হবে লাহোরে।’
পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ভারত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি অনুযায়ী গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। বিসিসিআই ছাড়া সব দেশের ক্রিকেট বোর্ডই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচির বিষয়ে পিসিবি-র সঙ্গে সহযোগিতা করার বিষয়ে সম্মতি জানিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Hardik Pandya: বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স, টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে হার্দিক পান্ডিয়া