IND vs PAK Champions Trophy 2025 : ভারত বনাম পাকিস্তান ম্যাচে কোন ৬ জন ক্রিকেটারের দিকে সবথেকে বেশি নজর থাকবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার, হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। কিন্তু এই ম্যাচে কোন ৬ জন ক্রিকেটারের দিকে সবথেকে বেশি নজর থাকবে?
প্রথমেই আসা যাক বিরাট কোহলির কথায়। পাকিস্তানের বিরুদ্ধে কোহলির রেকর্ড এমনিতে ভালো। একদিনের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ ম্যাচে ৬৭৮ রান করেছেন তিনি। তার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি। আর ব্যাটিং গড় ৫২.১৫।
অপরদিকে পাক ব্যাটার বাবর আজমের দিকেও নজর থাকবে সকলের। ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯০ বলে ৬৪ রান করেছেন তিনি। তবে তাঁর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার ঝড় বইছে। বাবর আজম ভারতের বিরুদ্ধে ৮ ম্যাচে ২১৮ রান করেছেন এবং গড় ৩১.১৪।
টিম ইন্ডিয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একজন অ্যাসেট হলেন রবীন্দ্র জাদেজা। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিনটি বিভাগেই গুরুদায়িত্ব পালন করে থাকেন তিনি। তাছাড়া পাকিস্তানের বিরুদ্ধে মোট ১২টি ম্যাচে জাদেজার ব্যাটিং গড় ২১.৬৬ এবং সংগ্রহে ১৩০ রান। এছাড়াও তাঁর ঝুলিতে আছে ১২টি উইকেট। এবার দুবাইয়ের পিচ স্পিনের পক্ষে থাকায় জাদেজা পাকিস্তানি মিডল অর্ডারকে বেশ সমস্যায় ফেলতে পারেন বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
পাকিস্তানের পেস বোলার শাহীন শাহ আফ্রিদি জ্বলে উঠলে তা ভারতীয় ব্যাটিং লাইন-আপের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই নিঃসন্দেহে আফ্রিদির বোলিংকে মোকাবেলা করার জন্য উপযুক্ত পরিকল্পনা নিয়ে ভারতীয় ব্যাটারদের আসতে হবে।
এবার আসা যাক তাঁর কথায়, যিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই জ্বলে উঠেছেন। ভারতীয় তারকা বোলার মহম্মদ শামি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট। স্বাভাবিকভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন তিনি। নতুন বলে দুর্দান্ত স্যুইং করাতে পারেন শামি। বুমরার ঘাটতি পূরণ করতে বদ্ধপরিকর তিনি।
মহম্মদ রিজওয়ান এই ধরনের ম্যাচে কী-প্লেয়ার হয়ে উঠতে পারেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৩ রান করেন রিজওয়ান। তবে রিজওয়ান ধারাবাহিকভাবে যথেষ্ট পারদর্শী একজন খেলোয়াড়। কারণ, ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচে তিনি ৫১ রান করেছেন এবং তাঁর ব্যাটিং গড় ২৫.৫০।