Harbhajan Singh: ক্রিকেটা ছেড়ে গল্ফ কোর্সে হরভজন সিং, নতুন খেলায় মজে টার্বুনেটর

পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গল্ফে মজেছেন হরভজন সিং। একসময় যিনি স্পিনের জাদুতে বিপক্ষের ব্যাটারদের ঘোল খাওয়াতেন, তিনি এখন গল্ফ কোর্সে সময় কাটাচ্ছেন।

/ Updated: Feb 17 2024, 08:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গল্ফে মজেছেন হরভজন সিং। একসময় যিনি স্পিনের জাদুতে বিপক্ষের ব্যাটারদের ঘোল খাওয়াতেন, তিনি এখন গল্ফ কোর্সে সময় কাটাচ্ছেন। ভারতের অনেক প্রাক্তন ক্রিকেটারকেই গল্ফ কোর্সে দেখা যায়। কপিল দেব নিখাঞ্জ ক্রিকেটের মতোই গল্ফেও লড়াই করেন। সচিন তেন্ডুলকর, যুবরাজ সিংকেও গল্ফ খেলতে দেখা গিয়েছে।