সংক্ষিপ্ত
আরও এক নক্ষত্রের বিদায়।
আরও এক নক্ষত্রের বিদায়। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)।
জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার এই বছরই ত্রিপুরা ছেড়ে বাংলায় ফেরেন। তবে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে, এবারের ঘরোয়া মরশুমে বাংলার হয়ে খেলেই অবসর ঘোষণা করবেন। শোনা যাচ্ছে, অবসরের পর হয়ত বাংলার উইকেটকিপিং কোচের ভূমিকায় দেখা যাবে। কার্যত, নতুন আরেক ইনিংস।
রঞ্জি ট্রফিতে ইতিমধ্যেই তিনটি ম্যাচ খেলা হয়ে গেছে বাংলার। সামনেই রয়েছে কর্নাটক এবং মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ। তারপর গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ আবার ঘরের মাঠে খেলবেন অনুষ্টুপ মজুমদাররা। যদি বাংলা নক-আউট পর্বে যেতে না পারে, তাহলে পাপালির অবসরের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতাতেই।
রবিবার, স্যোশাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই উইকেট কিপার-ব্যাটার। তিনি লেখেন, “এই মরশুমই আমার শেষ মরশুম। শেষবারের মতো বাংলার হয়ে নামতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। অবসরের আগে শেষবার রঞ্জি ট্রফিতে নামতে চাই। আমার এই ক্রিকেট জীবনে যারা পাশে ছিলেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই মরশুমটিকেও আমি স্মরণীয় করে রাখতে চাই।”
তাঁর এখন প্রাথমিক লক্ষ্য হল, নিজের শেষ মরশুমে বাংলাকে রঞ্জিতে চ্যাম্পিয়ন করা। যদি সেটা সত্যিই হয়, তাহলে তাঁর অবসর আরও স্মরণীয় হয়ে থাকবে। চলতি মরশুমে তিনি সাদা বলের ক্রিকেটে আর খেলবেন না। অবসর ঘোষণা করবেন বলে, এবার আইপিএল নিলাম থেকেও নিজেকে সরিয়েও রাখেন। কারণ, লাল বলের ক্রিকেট থেকেই অবসর নিতে চান তিনি।
এদিকে সূত্রের খবর, বাংলা দলের হয়ে নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। হয়তো উইকেটকিপিং কোচ হিসেবে ঋদ্ধিমান সাহাকে দেখা যেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।