শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়েতে ২৯৩ রান করা ব্যাট হারিয়ে ফেলেছেন সেহবাগ
ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের অন্যতম সেরা ম্যাচ উইনারের নাম বীরেন্দ্র সেহবাগ। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর একঝাঁক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেন। তাঁদেরই অন্যতম সেহবাগ। ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা।
- FB
- TW
- Linkdin
আন্তর্জাতিক কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসের ব্যাট হারিয়ে ফেলেছেন বীরেন্দ্র সেহবাগ
২০০৯ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে করা ২৯৩ রানের অসাধারণ ইনিংসের ব্যাটটি হারিয়ে ফেলেছেন বীরেন্দ্র সেহবাগ। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন সেহবাগ নিজেই।
সোশ্যাল মিডিয়ায় কেরিয়ারের কয়েকটি স্মরণীয় ইনিংসের ব্যাটের ছবি পোস্ট করেছেন সেহবাগ
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে খেলা কয়েকটি স্মরণীয় ইনিংসের ব্যাটের ছবি শেয়ার করেছেন বীরেন্দ্র সেহবাগ। এরই সঙ্গে তিনি লিখেছেন, ২৯৩ রান করেছিলেন যে ব্যাট দিয়ে সেটাই খুঁজে পাচ্ছেন না।
বীরেন্দ্র সেহবাগের স্মরণীয় ইনিংস ৩০৯, ৩১৯, ২১৯, ১৯৯, ২৫৪, এই ব্যাটগুলি তাঁর সংগ্রহে আছে
সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ব্যাটের ছবি দিয়ে বীরেন্দ্র সেহবাগ লিখেছেন, 'ব্যাটে দম আছে। ৩০৯, ৩১৯, ২১৯, ১১৯ ২৫৪। প্রিয় সাথী।'
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচে ত্রিশতরানের রেকর্ড গড়েন সেহবাগ
২০০৪ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পাকিস্তান সফরে যায় ভারতীয় দল। মুলতানে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৩০৯ রান করেন বীরেন্দ্র সেহবাগ। সেটাই টেস্ট ম্যাচে কোনও ভারতীয় ব্যাটারের প্রথম ত্রিশতরান ছিল।
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৩টি ত্রিশতরানের সুযোগ হারান সেহবাগ
ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০০ রান করতে পারলে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৩টি ত্রিশতরান করার রেকর্ড গড়তে পারতেন বীরেন্দ্র সেহবাগ। কিন্তু তিনি ২৯৩ রানে আউট হয়ে গিয়ে সেই সুযোগ হারান।
২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় ত্রিশতরান করেন সেহবাগ
২০০৮ সালে চিপকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭৮ বলে ৩০০ রান পূর্ণ করেন বীরেন্দ্র সেহবাগ। এটাই টেস্ট ম্যাচের ইতিহাসে দ্রুততম ত্রিশতরান। এই ইনিংসে ৩১৯ রানে আউট হয়ে যান সেহবাগ।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ২টি ত্রিশতরান করেন সেহবাগ
ডোনাল্ড ব্র্যাডম্যান ও ব্রায়ান লারার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২টি ত্রিশতরান করেন বীরেন্দ্র সেহবাগ। তিনি আরও ত্রিশতরান করতে পারতেন। কিন্তু একাধিক ইনিংসে বড় শট খেলতে গিয়ে রেকর্ডের সুযোগ হারান।
পাকিস্তান সফরে টেস্টে বারবার অসাধারণ সাফল্য পেয়েছেন বীরেন্দ্র সেহবাগ
বীরেন্দ্র সেহবাগ যে ব্যাট দিয়ে ২৫৪ রান করার কথা উল্লেখ করেছেন এবং ছবি দিয়েছেন, সেই ইনিংস ছিল ২০০৬ সালে পাকিস্তান সফরে। লাহোরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই এই অসাধারণ ইনিংস খেলেন সেহবাগ।
কেরিয়ারের শুরুতে মিডল অর্ডারে ব্যাটিং করতেন সেহবাগ, ওপেনার করেন সৌরভ
বীরেন্দ্র সেহবাগ যখন প্রথমবার ভারতীয় দলে সুযোগ পান, তখন তিনি মিডল অর্ডারে ব্যাটিং করতেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ই তাঁকে ওপেনার করে দেন। এরপর অসাধারণ সাফল্য পান সেহবাগ।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন বীরেন্দ্র সেহবাগ
বীরেন্দ্র সেহবাগ সোশ্যাল মিডিয়ায় যেমন জনপ্রিয়, তেমনই ধারাভাষ্যকার হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছেন।