সংক্ষিপ্ত

এবার মহিলাদের ক্রিকেট (Women Cricket) মরশুম ঘোষণা করে দিল আইসিসি। 

এই নতুন পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘ফিউচার ট্যুরস প্রোগ্রাম’। প্রতিবছর যেইরকম পুরুষদের ক্রিকেটে নানারকম আইসিসি ইভেন্ট থাকে। ঠিক সেইরকমই মহিলা ক্রিকেটেও এবার তার প্রয়োগ করা হবে। ফলে, সেই অনুযায়ী এবার বদলে যাচ্ছে ভারতে অনুষ্ঠিত হওয়া মহিলাদের প্রিমিয়ার লিগ ‘ডব্লিউপিএল’-এর (WPL) সময়ও।

মূলত এই শিডিউলে ধরা হচ্ছে আগামী ২০২৫-২০২৯ সময়সীমাকে। নতুন ক্যালেন্ডারের মাধ্যমে মহিলাদের ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নচ্ছে আইসিসি। সেইসঙ্গে, অন্তর্ভুক্ত করা হয়েছে মোট ৬টি দলের চ্যাম্পিয়ন্স ট্রফি। যা প্রথমবার অনুষ্ঠিত হবে আগামী ২০২৭ সালে। এছাড়া প্রতিবছরই থাকছে কোনও না কোনও আইসিসি প্রতিযোগিতা।

তাছাড়া ২০২৫ সালে ভারতে মহিলাদের একদিনের বিশ্বকাপ এবং ২০২৬ সালে রয়েছে টি-২০ বিশ্বকাপ। অন্যদিকে, ২০২৭ সালে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) এবং ২০২৮-এ টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)।

অপরদিকে, একদিনের চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে ১১টি দেশ। নতুন দল হিসেবে থাকবে জিম্বাবোয়ে। ভারতে, দেশের মাটিতে মুখোমুখি হবে বাংলাদেশ, জিম্বাবোয়ে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অন্যদিকে, বিদেশে খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এছাড়াও ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, এই তিনটি দেশ অনেক বেশি টেস্ট ম্যাচ খেলবে। কারণ, আইসিসি কিন্তু অতিরিক্ত জোর দিচ্ছে টেস্ট ক্রিকেটের (test cricket) উপর।

শুধু তাই নয়, মহিলাদের প্রিমিয়ার লিগের জন্য আলাদা সময় রাখা হয়েছে। তা অনুষ্ঠিত হবে আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসে। সেই অনুযায়ী, বদলে যাচ্ছে ‘দ্য হানড্রেড’ এবং অস্ট্রেলিয়ার মহিলাদের ‘বিগ ব্যাশ’ লিগের সময়ও।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।