সংক্ষিপ্ত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড বধ অস্ট্রেলিয়ার। 

আর এদিন দুরন্ত ব্যাট করে এই টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বাধিক রান করে ফেললেন বেন ডাকেট। তাঁর সংগ্রহে ১৬৫ রান। এরপরেও ইংল্যান্ডের বোলারদের ব্যর্থতায় এবং অজি ব্যাটারদের অনবদ্য পারফরম্যান্সের জন্যই হার মানতে হল সেই জো রুটদেরই (ICC Champions Trophy 2025)।

গ্রুপ লিগের প্রথম ম্যাচে শনিবার, জয় ছিনিয়ে আনল অস্ট্রেলিয়া। ল্যাবুশাং করেন ৪৭ রান, অ্যালেক্স ক্যারির ঝুলিতে ৬৯ রান এবং জশ ইংলিশের সংগ্রহে ১২০ রান। কার্যত, তারুণ্যে ভরপুর ব্যাটিং বলা যেতে পারে। শেষদিকে অবশ্য ভালো সঙ্গত দিলেন গ্লেন ম্যাক্সওয়েল।

অন্যদিকে, অজি ওপেনার ম্যাথু শট করেন ৬৩ রান। যদিও অল্প রানেই প্যাভিলিয়নে ফিরে যান ট্র্যাভিস হেড এবং অধিনায়ক স্টিভেন স্মিথ। কিন্তু খারাপ সময় ম্যাচের হাল ধরেন ল্যাবুশাং। ৪৫ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। আর এদিকে জীবনের প্রথম সেঞ্চুরি করে চাম্পিয়ন্স ট্রফিতে দলকে জেতালেন ইংলিশ। ৮৬ বলে ১২০ রানের ঝকঝকে ইনিংস খেললেন অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার-ব্যাটার (AUS vs ENG)।

উল্লেখ্য, একদিনের ক্রিকেটে এটাই ইংলিশের প্রথম সেঞ্চুরি। সবচেয়ে বড় কথা হল যে, দলে প্রয়োজনের সময়ে ব্যাটে রান পেলেন তিনি। যদিও শেষের দিকে ক্যারির উইকেট পড়ে যাওয়াতে অজিদের জয় নিয়ে অবশ্য হালকা একটা আশঙ্কা তৈরি হচ্ছিল। কিন্তু সমস্ত আশঙ্কাকে দূর করে দিলেন ম্যাক্সওয়েল। কার্যত, ১৫ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে নিজের দেশকে জয়ের সরণিতে পৌঁছে দিলেন তিনি।

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৫১ রান তোলে ইংল্যান্ড। পরিসংখ্যান বলছে, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ স্কোর। তাছাড়া চাম্পিয়ন্স ট্রফিতে ব্যাক্তিগত সর্বাধিক রানের নজির গড়েছেন ব্রিটিশ ওপেনার বেন ডাকেট, ১৬৫ রান করেছেন তিনি। ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের নেথান অ্যাস্টলের ১৪৫ রানের রেকর্ড।

তবে এদিনের ম্যাচে ডাকেট এবং জো রুটের কথা কিন্তু বলতেই হয়। দুজনে মিলে ২৫ ওভার ব্যাট করে ১৫৮ রানের পার্টনারশিপ গড়েন। ১৬৫ রানের রেকর্ড ইনিংস খেলেন ডাকেট এবং ৬৮ রানে আউঁট হন রুট। তারপর নিয়মিত ইংল্যন্ডের উইকেট পড়লেও একটা দিক ধরে রাখেন ডাকেট এবং শেষদিকে তাঁর সঙ্গী হন জোফ্রা আর্চার।

১০ বলে তাঁর সংগ্রহ ২১ রান। শেষপর্যন্ত, ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান তুলে নেয় ইংল্যান্ড। তবে সেই রানকেও ছাপিয়ে গেল অস্ট্রেলিয়া। রান তাড়া করে জিতে চাম্পিয়ন্স ট্রফিতে কার্যত, রেকর্ড গড়ল তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।