রমজান মাস হলেও, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন মহম্মদ শামিকে পানীয় গ্রহণ করতে দেখা যায়। তিনি ম্যাচের দিন রোজা পালন করেননি।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সেমি-ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিন উপবাস পালন না করা নিয়ে বিতর্কে মহম্মদ শামির পাশে দাঁড়ালেন ভারতীয় দলের প্রাক্তন অফ-স্পিনার হরভজন সিং। তিনি বলেছেন, ‘আমি ব্যক্তিগত মতামত জানাতে পারি। আমি ঠিক হতে পারি, আবার ভুলও হতে পারি। আমার মনে হয়, খেলাকে অন্যভাবে দেখা উচিত। যাঁদের মনে হচ্ছে, ধর্মীয় কারণে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করা উচিত, আমার মনে হয় তাঁরা দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়া উচিত। তাঁরা তাঁদের কাজ করে যান। কিন্তু কেউ যদি মনে করে শামি এটা করবে বা রোহিত শর্মা ওটা করবে, তাহলে সেটা ঠিক নয়। নির্দিষ্ট কোনও সময়ের জন্য শামি বা রোহিতকে কোনও বাধ্য করা উচিত নয়। আপনারা সেসব কাজ করতে পারেন। কারণ, আপনারা বাড়িতে বসে আছেন বা দৈনন্দিন কাজ করছেন। কিন্তু একজন ক্রীড়াবিদকে সবসময় শরীরে জলের পরিমাণ ঠিক রাখতে হয়। শরীরে জলের পরিমাণ কমে গেলে ক্রীড়াবিদরা অজ্ঞান হয়ে মাঠে লুটিয়ে পড়তে পারে। যে তাপমাত্রায় খেলা হচ্ছে, তাতে জল খেতেই হবে। পানীয় ও খাদ্য গ্রহণ না করলে খেলা সম্ভবই নয়। এটা তো শরীর, জ্বালানি দরকার।’

ফাইনালের আগে শামির পাশে হরভজন

রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল। তার আগে রোজা-বিতর্কে জড়িয়ে পড়েছেন শামি। তবে তাতে তাঁর খেলায় প্রভাব পড়বে না বলেই আশা করছেন হরভজন। তিনি বলেছেন, ‘যারা উপবাস নিয়ে কথা বলছে, তারা সবাই ব্যক্তিগত মত প্রকাশ করছে। তবে আমার মনে হয়, শামি হোক বা অন্য কেউ, তারা এ বিষয়ে কিছু ভাবছে না। ওরা এ বিষয়ে উদ্বিগ্ন নয়।’

বিতর্ক দূরে সরিয়ে রেখে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে শামি

চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের পেস বোলিং বিভাগের প্রধান ভরসা শামি। ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই পেসার। ফাইনালের আগে মাঠের বাইরে তাঁকে নিয়ে বিতর্ক হলেও, মাঠে নেমে ভালো বোলিং করা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছেন না শামি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।