IND vs NZ ODI: ভারতের মাটিতে এসে সেই ভারতের বিরুদ্ধেই শেষ কবে কোনও বিদেশি ব্যাটার এই দাপট দেখিয়েছেন, তা অনেকেই বলতে পারছেন না। চলতি ২০২৬ সালে, একদিনের সিরিজে নিজেকে প্রমাণ করে দেখালেন ড্যারিল মিচেল।

IND vs NZ ODI: ভারতের মাটিতেই নতুন রুপকথা লিখলেন তিনি। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (daryl mitchell vs india)। সদ্য শেষ হওয়া মোটতিনটি একদিনের ম্যাচে, তাঁর মোট রান ৩৫২। তার মধ্যে আবার শেষ দুটো ম্যাচে সেঞ্চুরি (ins vs nz)। 

ভারতের মাটিতে ড্যারিল মিচেলের দাপট

ভারতের মাটিতে এসে সেই ভারতের বিরুদ্ধেই শেষ কবে কোনও বিদেশি ব্যাটার এই দাপট দেখিয়েছেন, তা অনেকেই বলতে পারছেন না। চলতি ২০২৬ সালে, একদিনের সিরিজে নিজেকে প্রমাণ করে দেখালেন ড্যারিল মিচেল। 

প্রসঙ্গত, আজ থেকে ১২ বছর আগে এই ভারত সফরে এসেই মিচেলের আত্মবিশ্বাস ভেঙে গেছিল। কিন্তু তিনি নিজের উপর থেকে কখনোই বিশ্বাস হারাননি। বরং। লড়াই করেছেন এবং তৈরি হয়েছেন। আর তাই ২০২৬ সালে, ভারতে একদিনের সিরিজ খেলতে এসে উপযুক্ত জবাব দিয়ে গেলেন। 

গোটা সিরিজ় জুড়ে ভারতীয় বোলারদের রীতিমতো শাসন করেছেন ড্যারিল মিচেল। পেস এবং স্পিন, দুটোই ভালো খেলেছেন তিনি। গত ২০১৩ সালে, তিনি নিউজিল্যান্ড দলে প্রথম সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে এতটাই খারাপ খেলেছিলেন যে, দল থেকে তাঁকে বাদ দেয় টিম ম্যানেজমেন্ট। 

সিরিজে তিনটি ম্যাচে মোট ৩৫২ রান

তারপর আবার তাঁর দলে ফিরতে লেগে যায় প্রায় ৮ বছর। যে ভারত সফরের জন্য তিনি দল থেকে বাদ পড়েন, সেই ভারত সফরে এসেই নিজেকে প্রমাণ করে গেলেন। পেসার এবং স্পিনার, প্রত্যেকের বিরুদ্ধে তিনি ভালো ব্যাট করেছেন।

এই প্রসঙ্গে ড্যারিল মিচেল জানিয়েছেন, “আমি বরাবরই খুব জেদি। নিজের টেকনিক, খেলার ধরন এবং দায়িত্ব কখনও বদলাতে চাইতাম না। তবে পরিস্থিতি অনুযায়ী, স্টাইল বদলাতে হবে। আমি ঠিক সেটাই করেছি।"

নিঃসন্দেহে ড্যারিল মিচেল অন্যতম উদাহরণ তৈরি করলেন ভারতের মাটিতে। ভারতের বিরুদ্ধে সিরিজে তিনটি ম্যাচেই মাঠে নামেন তিনি। সংগ্রহে মোট ৩৫২ রান। তার মধ্যে আবার শেষ দুটি ম্যাচে সেঞ্চুরিও রয়েছে তাঁর ঝুলিতে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।