রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচ জিতে ১২ বছর পর চ্যাম্পিয়নস ট্রফি জয়ের লক্ষ্যে ভারতীয় দল।
দীর্ঘ ১২ বছর পর ভারতীয় দল ফের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতা থেকে একধাপ দূরে। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। কিউয়িদের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে ১০-৬ ব্যবধানে পিছিয়ে ভারত। তবে এবার গ্রুপের ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে সহজ জয় পাওয়া এবং সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়াদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তবে নিউজিল্যান্ড প্রায়শই ভারতের পথের কাঁটা হয়ে দাঁড়ায়। বিশেষ করে আইসিসি নক-আউট পর্বে। সেখানে ৩-১ ব্যবধানে এগিয়ে কিউয়িরা। যা ভারতীয় দলের পক্ষে উদ্বেগের কারণ। তবে, ভারতীয় ক্রিকেটারদের বর্তমান ফর্ম এবং পরিচিত পিচে খেলার সুযোগ তাঁদের স্পিনারদের সুবিধা করে দিতে পারে। পিচ মন্থর থাকতে পারে। ফলে স্পিনারদের সুবিধা হবে।
ভারতের ভরসা স্পিন বোলিং
ভারতের বোলিং ইউনিট রিস্ট-স্পিনার এবং অলরাউন্ডারদের সমন্বয়ে গঠিত। বরুণ ও কুলদীপ যাদব স্পিন বিভাগের নেতৃত্ব দিচ্ছেন। দুই স্পিনারই বিপক্ষের ব্যাটারদের বিভ্রান্ত করতে পারদর্শী। অপর দুই স্পিনার রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেল তাঁদের নির্ভুল, পদ্ধতিগত বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের ব্যাটারদের আটকে রাখতে সহায়ক ভূমিকা রেখেছেন। রবিবার ফাইনাল ম্যাচ যে পিচে হবে, সেই পিচেই ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল। এই পিচ থেকে স্পিনাররা সুবিধা পেতে পারেন। ভারতীয় দলে যেমন চারজন বিশ্বমানের স্পিনার আছেন, তেমনই নিউজিল্যান্ড দলেও স্পিনার কম নেই। অধিনায়ক মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, রাচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপস ভালো মানের স্পিনার। সম্প্রতি তাঁরা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে রবিবার দুই দলেই চারজন করে স্পিনার থাকতে পারেন।

নিউজিল্যান্ডের ভরসা রবীন্দ্র-উইলিয়ামসন
ভারতের স্পিন শক্তির মুখে নিউজিল্যান্ডের ভরসা কেন উইলিয়ামসন ও রবীন্দ্র। এই দুই ব্যাটার স্পিন বোলিংয়ের বিপক্ষে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। উইলিয়ামসন কিউয়িদের ইনিংসের মূল ভিত্তি হবেন। রবীন্দ্র যে ফর্মে আছেন, তাতে বড় রানের জন্য তাঁর দিকে তাকিয়ে দল।
শেষবার চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিত-বিরাট?
ভারতের জন্য ফাইনালটি বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে একটি যুগের সমাপ্তি হতে পারে। এই দুই কিংবদন্তি ভারতের সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন । বিশেষ করে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তাঁদের বড় অবদান ছিল। বিরাট দুর্দান্ত ফর্মে। তাঁর শেষ পাঁচ ইনিংসে একটি শতরান এবং জোড়া অর্ধশতরান রয়েছে। রোহিত অবশ্য ধারাবাহিকতা খুঁজে পাচ্ছেন না। আগের ম্যাচগুলিতে বড় রান পাননি। দলের স্বার্থে রোহিতকে ফাইনালে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে হবে। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি কাঁধে চোটের কারণে ফাইনালে অনিশ্চিত। অতীতে বারবার রোহিতকে সমস্যায় ফেলেছেন এই কিউয়ি পেসার। ফলে তিনি না খেলতে পারলে ভারতের অধিনায়ক কিছুটা স্বস্তি পেতে পারেন।

দায়িত্ব নেবেন তরুণ ক্রিকেটাররা?
বিরাট ও রোহিত ভারতের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হলেও, দলের সহ-অধিনায়ক শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়াকেও ফাইনালে ভালো খেলতে হবে। শুবমান ও শ্রেয়াস পুরো টুর্নামেন্টে প্রতিভার ঝলক দেখিয়েছেন। রাহুল ও হার্দিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতের তরুণ খেলোয়াড়দেরও জ্বলে উঠতে হবে, যাতে দলকে চ্যাম্পিয়ন করা যায়।
রবিবার দুবাইয়ে মহারণ
ভারতীয় দল তাদের নামের পাশে আরও একটি মর্যাদাপূর্ণ আইসিসি শিরোপা যোগ করতে চাইছে। ফাইনালে সেই লক্ষ্যেই খেলতে নামবেন বিরাটরা। মঞ্চ প্রস্তুত। রূপকথার সমাপ্তির হাতছানি রয়েছে। অভিজ্ঞতা এবং তারুণ্যের সঠিক সমন্বয়ের সঙ্গে ভারতীয় দল আরব ভূমিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয় করতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে নিউজিল্যান্ড ২৫ বছর পর ফের আইসিসি ওডিআই শিরোপা জয়ের লক্ষ্যে লড়াই করতে তৈরি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

