রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে। পাকিস্তান প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এবং ভারত জয় পাওয়ায় এই ম্যাচের আকর্ষণ বেড়ে গিয়েছে।
রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে স্পিনাররাই ভারতীয় দলকে জিতিয়ে দেবেন। এমনই আশা প্রকাশ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি কলকাতায় এক অনুষ্ঠানে ভারত-পাকিস্তান ম্যাচ এবং আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সম্পর্কে বলেছেন, ‘আমার মতে, ভারতীয় দল শুধু পাকিস্তানের বিরুদ্ধেই ফেভারিট নয়, এই টুর্নামেন্টেই ফেভারিট। পাকিস্তানের পক্ষে লড়াই সহজ হবে না। স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার মনে হয়, ভারতীয় দল একই দল নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে।’ বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ বোলিং করেন অক্ষর প্যাটেল। তিনি হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন। অধিনায়ক রোহিত শর্মা স্লিপে সহজ ক্যাচ ফস্কানোয় হ্যাটট্রিক করতে পারেননি অক্ষর। উইকেট না পেলেও, ভালো বোলিং করেন রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব। ফলে আশাবাদী হয়ে উঠেছেন সৌরভ।
স্পিনারদের উপর ভরসা সৌরভের
পাকিস্তান দলে একসময় বিশ্বের অন্যতম সেরা স্পিনাররা ছিলেন। পাকিস্তানের ব্যাটাররাও স্পিন বোলিং সামাল দেওয়ার মতো দক্ষ ছিলেন। কিন্তু পাকিস্তানের বর্তমান দলে বিশ্বমানের কোনও স্পিনার নেই। পাকিস্তানের ব্যাটাররাও ভালো স্পিনারদের বোলিং সামাল দেওয়ার মতো দক্ষ নন। এই কারণেই সৌরভ আশা করছেন, রবিবার ভারতের স্পিনাররাই পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলকে জিতিয়ে দেবেন। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক বলেছেন, 'দুবাইয়ের উইকেটে পাকিস্তানের স্পিনার দরকার হবে। আমার মনে হচ্ছে, দুবাইয়ের পিচে বল ঘুরবে। পাকিস্তানের ব্যাটাররা স্পিন বোলিং খুব ভালো খেলতে পারে না। ভারতীয় দলে ভালো স্পিনার আছে।' চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের ১৫ জনের দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্পিনার হিসেবে আবরার আহমেদকে খেলায় পাকিস্তান। সেখানে ভারতীয় দলে তিনজন বিশ্বমানের স্পিনার আছেন। এই কারণেই ভারতকে এগিয়ে রাখছেন সৌরভ।
রবিবারই ছিটকে যাবে পাকিস্তান, আশায় সৌরভ
পাকিস্তান দল সম্পর্কে সৌরভ আরও বলেছেন, ‘পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে নিউজিল্যান্ড এগিয়ে। ভারত যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে হয়তো পাকিস্তান এই প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। ফলে আমার মনে হচ্ছে, ভারত ও নিউজিল্যান্ড এই গ্রুপ থেকে পরের পর্বে যাবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ভারতের মুখোমুখি হওয়ার আগে বড় শাস্তির মুখে বাবর আজমরা, পাকিস্তান শিবিরে অস্বস্তি
'ফর্মে না থাকলে এরকমই হয়,' বিরাটের লেগ-স্পিনারদের বলে আউট হওয়া নিয়ে প্রতিক্রিয়া হরভজনের
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কেন এত ক্যাচ ফস্কান ফিল্ডাররা? কোথায় সমস্যা?
