ফাইনালের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ওয়াশিংটন সুন্দর।
নিউজিল্যান্ড ক্রিকেট দলে একাধিক বাঁ-হাতি ব্যাটার রয়েছেন। সেই কথা মাথায় রেখেই ফাইনালের আগে অফস্পিনার–অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের নাম ঘোরাফেরা করতে শুরু করেছে। কিন্তু তিনি কার জায়গায় খেলবেন? বরুণ চক্রবর্তী তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেই পাঁচ উইকেট নিয়ে ফেলেছেন। অন্যদিকে, অক্ষর প্যাটেল বা রবীন্দ্র জাদেজাকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই নেই।
তবে সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুলদীপ একটিও উইকেট পাননি। তবে গ্রুপ লিগে নিউজিল্যান্ড ম্যাচে তিনি দুটি উইকেট নিয়েছিলেন। ওয়াশিংটন অবশ্য এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও খেলেননি। ফলে, একেবারে ফাইনালে তাঁকে নামিয়ে দেওয়াটা একটু ঝুঁকি তো অবশ্যই হয়ে যেতে পারে।
কিন্তু এটা ঠিক যে, কুলদীপের তুলনায় ওয়াশিংটনের ব্যাটিং তুলনামূলক ভালো। সেক্ষেত্রে এটা তাঁর পক্ষে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভারত উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে? ব্ল্যাকক্যাপ্সদের হেড কোচ গ্যারি স্টেড পরিষ্কার জানিয়েছেন, “ভারত খুবই শক্তিশালী একটা টিম। আর বরুণ চক্রবর্তী খুবই উঁচু মানের একজন বোলার। গ্রুপ লিগে ওকে খেলতে বেশ সমস্যায় পড়েছিল আমাদের ব্যাটাররা। এবারও ওকে খেলাটা আমাদের ব্যাটারদের জন্য বেশ বড় চ্যালেঞ্জ।”
কিন্তু নিউজিল্যান্ডের চিন্তা বাড়িয়ে দিয়েছে ম্যাট হেনরির চোট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে হেনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পান হেনরি। চলতি টুনার্মেন্টে ১০ উইকেট নিয়ে তিনি অন্যতম সফলতম পেসার। তবে এখনও ম্যাচের ৪৮ ঘণ্টা বাকি আছে। এখনও তাঁর মাঠে নামার সম্ভাবনা আছে। কিন্তু যদি হেনরি খেলতে না পারেন, তাহলে তাঁর জায়গায় দলে আসতে পারেন জ্যাকব ডাফি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


