08:13 PM (IST) Oct 14
৬২ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার

রোহিত শর্মার পাশাপাশি ভালো ব্যাটিং করলেন শ্রেয়াস আইয়ারও। এর ফলে ভারতের জয় সহজ হল।

08:06 PM (IST) Oct 14
পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিল ভারত

পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে চলতি ওডিআই বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেল ভারত।

07:45 PM (IST) Oct 14
২৫ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৬৫

পাকিস্তানকে হারানোর জন্য ২৫ ওভারে ভারতের দরকার ২৭ রান। হাতে ৭ উইকেট। ৪১ রান করে অপরাজিত শ্রেয়াস আইয়ার। ৪ রানে অপরাজিত কে এল রাহুল।

07:32 PM (IST) Oct 14
৬৩ বলে ৮৬ রান করে আউট ভারতের অধিনায়ক রোহিত শর্মা

নিশ্চিত শতরান হারালে রোহিত শর্মা। ১৫৬ রানে ৩ উইকেট হারাল ভারত।

07:27 PM (IST) Oct 14
পাকিস্তানের বিরুদ্ধে শতরানের পথে ভারতের অধিনায়ক রোহিত শর্মা

২১ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৫৪। রোহিত শর্মা ৮৫, শুবমান গিল ৩৫ রানে অপরাজিত। জয়ের জন্য ভারতের দরকার আর ৩৮ রান।

07:20 PM (IST) Oct 14
১৯ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১২৯

পাকিস্তানের বিরুদ্ধে জয় পেতে ভারতের দরকার আর মাত্র ৬৩ রান। রোহিত শর্মা ৬৮, শুবমান গিল ২৭ রানে অপরাজিত।

07:06 PM (IST) Oct 14
১৫ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১১১

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য ৩৫ ওভারে ভারতের দরকার ৮১ রান। হাতে ৮ উইকেট।

06:58 PM (IST) Oct 14
পাকিস্তানের বিরুদ্ধে ৩৭ বলে অর্ধশতরান রোহিত শর্মার

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অধিনায়কোচিত ইনিংস খেলছেন রোহিত শর্মা। অর্ধশতরান পূর্ণ করে ফেলেছেন ভারতের অধিনায়ক। ভালো ব্যাটিং করছেন শ্রেয়াস আইয়ারও।

06:42 PM (IST) Oct 14
৭৯ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত

১৬ রান করে হাসান আলির বলে মহম্মদ নওয়াজক ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। অর্ধশতরানের পথে রোহিত শর্মা।

06:27 PM (IST) Oct 14
৭ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫৪

টার্গেটের দিকে ভালোভাবেই এগিয়ে চলেছে ভারতীয় দল। রোহিত শর্মা ২৩, বিরাট কোহলি ১৩ রানে ব্যাটিং করছেন।

06:22 PM (IST) Oct 14
৬ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৯

শুবমান গিল আউট হয়ে গেলেও, ভারতের ইনিংস ভালভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত ১৬ ও বিরাট ৫ রানে অপরাজিত।

06:12 PM (IST) Oct 14
ওডিআই বিশ্বকাপে অভিষেক ম্যাচে ১৬ রান করে আউট শুবমান গিল

পাকিস্তানের বিরুদ্ধে ১১ বলে ১৬ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে শাদাব খানকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শুবমান গিল।

06:04 PM (IST) Oct 14
২ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২২

পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করলেন রোহিত শর্মা ও শুবমান গিল। ৯ বলে ১৬ রান করে ফেলেছেন শুবমান। ৩ বলে ৫ রান করেছেন রোহিত।

06:00 PM (IST) Oct 14
প্রথম ওভারেই ১০ রান ভারতের

প্রথম ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০। রোহিত শর্মা ৫, শুবমান গিল ৪ রানে অপরাজিত।

05:54 PM (IST) Oct 14
ভারতের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও শুবমান গিল

আইপিএল-এ গুজরাট টাইটান্সের হয়ে খেলেন শুবমান গিল। ফলে নরেন্দ্র মোদী স্টেডিয়াম তাঁর ঘরের মাঠ। ওডিআই বিশ্বকাপে অভিষেক ম্যাচে ভালো পারফরম্যান্স দেখানোই শুবমানের লক্ষ্য। ভালো ব্যাটিং করতে তৈরি রোহিত শর্মাও।

05:36 PM (IST) Oct 14
পাকিস্তানের হয়ে সর্বাধিক ৫০ রান অধিনায়ক বাবর আজমের

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান ছাড়া অন্য কোনও ব্যাটার বড় রান পেলেন না।

05:25 PM (IST) Oct 14
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৯১ রানে অলআউট পাকিস্তান

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯১ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। ভারতের হয়ে ২ উইকেট করে নিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।

05:13 PM (IST) Oct 14
পরপর ২ বলে উইকেট হারাল পাকিস্তান

রবীন্দ্র জাদেজার বলে শুবমান গিলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন হাসান আলি (১২)। ১৮৭ রানে ৯ উইকেট হারাল পাকিস্তান।

05:11 PM (IST) Oct 14
৪০ ওভারের শেষে পাকিস্তান ১৮৭/৮

৪ রান করে হার্দিক পান্ডিয়ার বলে জসপ্রীত বুমরাকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মহম্মদ নওয়াজ। ১৮৭ রানে ৮ উইকেট হারাল পাকিস্তান।

04:50 PM (IST) Oct 14
১৭১ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান

২ রান করেই জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে গেলেন শাদাব খান। ১৭১ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান।