সংক্ষিপ্ত
শুক্রবার ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। চিপকে এই ম্যাচে জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
শুক্রবার ওডিআই বিশ্বকাপে চেন্নাইয়ের চিপকে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে বড় স্কোরের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি জানিয়েছেন, টসে জিতলে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৫০ বা তার বেশি রান করাই লক্ষ্য থাকবে। গত ২ ম্যাচে ৪০০-র কাছাকাছি রান করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৮২ রান করে প্রোটিয়ারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ৩৯৯ রান করে বাভুমার দল। বাংলাদেশের বোলিং লাইনআপ খুব একটা শক্তিশালী না হলেও, ইংল্যান্ডের বোলিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। সেই দলের বিরুদ্ধে ৪০০-র কাছাকাছি রান করা কৃতিত্বের। এবার পাকিস্তানের বোলারদের শাসন করতে তৈরি কুইন্টন ডি কক, হেইনরিখ ক্লাসেনরা।
পাকিস্তানের বিরুদ্ধে আত্মবিশ্বাসী টেম্বা বাভুমা
পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেছেন, ‘আমাদের ব্যাটিং বিভাগ ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। আমরা একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। পরিস্থিতি খতিয়ে দেখে আমরা সেই অনুযায়ী ব্যাটিং করছি। সাফল্য পাওয়ার জন্য যে দক্ষতা দরকার, সেটা আমরা করছি। আমরা ভালোভাবে ব্যাটিং করছি বলেই সাফল্য পাচ্ছি। আমরা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলেছি, তাতেই সাফল্য আসছে। চেন্নাইয়েও আমাদের সেই প্রক্রিয়ায় কোনও বদল হচ্ছে না। আমরা ম্যাচের আগে উইকেট দেখে সেই অনুযায়ী পরিকল্পনা করব। আমরা কীভাবে সাফল্য পেতে পারি সেটা খতিয়ে দেখব। আমাদের কাছে যদি ৩৫০ রান করার সুযোগ থাকে, তাহলে আমরা সেটাই করব। যদি আমরা সেটা করতে না পারি, তাহলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলব। সেরা খেলার চেষ্টাই করব আমরা।’
এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটিং
এবারের ওডিআই বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে ৪২৮ রান করে প্রোটিয়ারা। ফলে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাভুমার দল। এবার পাকিস্তানের বিরুদ্ধেও বড় স্কোরই দক্ষিণ আফ্রিকার লক্ষ্য।
চিপকে নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা
চিপকে এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপের কোনও ম্যাচে ৩০০-র বেশি রান ওঠেনি। ১৯৯৬ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে ২৮৯ রান করে অস্ট্রেলিয়া। সেটাই এখনও পর্যন্ত চিপকে ওডিআই বিশ্বকাপে সর্বাধিক স্কোর। কিন্তু এবার সেই স্কোর টপকে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাভুমা। তাঁর মতে, প্রোটিয়া ব্যাটাররা যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে ৩৫০ রান হতেই পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
আরও পড়ুন-
Pakistan: অঙ্কের বিচারে পাকিস্তানের বিশ্বকাপ সেমি-ফাইনাল খেলার সম্ভাবনা কতটুকু?
England vs Sri Lanka: শ্রীলঙ্কার ঝাঁঝে ম্রিয়মান ব্রিটিশ সিংহ, গতবারের চ্যাম্পিয়নদের দর্পচূর্ণ