সূর্যকুমারের তাণ্ডবে ছারখার জিম্বাবোয়ে, গ্রুপ সেরা হয়েই সেমি ফাইনালে ভারত
জিম্বাবোয়েকে উড়িয়ে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ভারত, ২৫ বলে ৬১ রান সূর্যকুমার যাদবের | সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত |
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৫ রান করেই ফিরে যান। এরপর দলের রান বাড়িয়ে নিয়ে যান রাহুল ও বিরাট কোহলি। রাহুলই এই পার্টনারশিপে সিংহভাগ রান করেন। তাঁদের জুটিতে ৬০ রান যোগ হয়। বিরাট ২৬ রান করে আউট হয়ে যান। ৮৭ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর ১০১ রানে ৪ উইকেট খুইয়ে বসে ভারতীয় দল। ৫১ রান করে ফিরে যান রাহুল। ঋষভ পন্থ ৩ রান করে আউট হয়ে যান। এই পরিস্থিতিতে ব্যাটিং তাণ্ডব শুরু করেন সূর্যকুমার। তিনি ২৫ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। তাঁর ঝোড়ো ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। হার্দিক ১৮ রান করেন। ভারতীয় দল ৫ উইকেটে ১৮৬ রান করে। রান তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় জিম্বাবোয়ে। ওয়েসলি ম্যাডহেভারকে (০) ফিরিয়ে দেন ভুবনেশ্বর। পরের ওভারে ফের উইকেট। এবার রেগিস চাকাবভাকে (০) আউট করেন আর্শদীপ। ২ রানে ২ উইকেট হারায় জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের ইনিংসের শেষ উইকেটটি নেন অক্ষর প্যাটেল। তিনি আউট করেন তেন্ডাই চাতারাকে (৪)। ১৭.২ ওভারেই অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে।