সংক্ষিপ্ত

ব্যাক টু ব্যাক জয়। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের (T-20 Cricket World Cup 2024) মঞ্চে, গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে সুপার এইটে (Super Eight) পৌঁছে গেল ভারত। তবে শেষ আটে জায়গা পাকা হয়ে গেলেও ভারতের সঙ্গী রয়ে গেল তিনটি উদ্বেগ।

ব্যাক টু ব্যাক জয়। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের (T-20 Cricket World Cup 2024) মঞ্চে, গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে সুপার এইটে (Super Eight) পৌঁছে গেল ভারত। তবে শেষ আটে জায়গা পাকা হয়ে গেলেও ভারতের সঙ্গী রয়ে গেল তিনটি উদ্বেগ।

আমেরিকার (USA) বিরুদ্ধেই সামনে এল কিছু দুর্বলতা। প্রথমত বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম রীতিমতো চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। টি-২০ বিশ্বকাপের টানা তিন ম্যাচে রানের দেখা নেই তাঁর ব্যাটে। আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে করেন ১ এবং পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ৪ রানে আউট হন কোহলি। আর আমেরিকার বিরুদ্ধে প্রথম বলেই ক্যাচ দিয়ে ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান।

তিন ম্যাচ খেলে বিরাটের সংগ্রহে মাত্র ৫ রান। তিনি রান না পাওয়ার ফলে, ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ওপেনিং জুটিও ব্যর্থ হচ্ছে বারবার। যার দরুণ সুপার ওভারের সুবিধা সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারছে না রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলেরা। তাই সুপার এইটের আগে কোহলির ফর্ম নিয়ে উদ্বেগ কমছে না।

অন্যদিকে, প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারছেন না ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Mohammed siraj)। তিনটি ম্যাচে তাঁর সংগ্রহে মাত্র ১ উইকেট। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৩ রানে ১ উইকেট পান তিনি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ১৯ রান দিয়েও একটি উইকেট পাননি সিরাজ। এদিকে গত ম্যাচে আমেরিকার বিরুদ্ধেও উইকেট পাননি। তাই সুপার এইটে নামার আগে সিরাজকে নিয়ে চিন্তিত হওয়াই স্বাভাবিক।

এবার আসা যাক জাদেজার (Rabindra Jadeja) কথায়। রবীন্দ্র জাডেজার ফর্ম নিয়ে যথেষ্ট চিন্তায় ভারতীয় দল। আয়ারল্যান্ড এবং আমেরিকার বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পাননি তিনি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সুযোগ কাজে লাগাতে পারেননি, ফিরে গেছেন শূন্য রানে। এমনকি, বল হাতেও ভরসা জোগাতে পারছেন না জাদেজা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১ ওভারে দেন ৭ রান। পাকিস্তানের বিরুদ্ধে ২ ওভারে দেন ১০ রান।

নাসাউ স্টেডিয়ামের পিচে জাদেজার বল তেমনভাবে কার্যকরী হয়নি। আসেনি উইকেটও। তাই আমেরিকার বিরুদ্ধে বল করার জন্য তাঁকে ডাকেননি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইট পর্বে (Super-8) নামার আগে রবীন্দ্র জাদেজার ফর্ম নিয়েও বেশ চিন্তায় রোহিতরা।

আরও পড়ুনঃ

কি হল হটাৎ! দিল্লীতে 'এনডিএ' জোটের সরকার, কিন্তু টি-২০ বিশ্বকাপে নীতিশ কুমার?

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।