ICC T20 World Cup: ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। দল থেকে বাদ পড়লেন শুভমান গিল। সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল অক্ষর প্যাটেলকে।

ICC T20 World Cup: আইসিসি টি-২০ বিশ্বকাপকে কেন্দ্র করে ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই (t20 world cup squad announcement)। প্রসঙ্গত, শনিবারই টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা হওয়ার কথা ছিল। সেইমতোই, আসন্ন বিশ্বকাপের জন্য বোর্ডের তরফ থেকে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হল। 

নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব

ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। দল থেকে বাদ পড়লেন শুভমান গিল। সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল অক্ষর প্যাটেলকে। অন্যদিকে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত পারফর্ম করা ঈশান কিষাণকেও দলে সুযোগ দেওয়া হয়েছে। এমনকি, রিঙ্কু সিংকেও বেছে নিয়েছেন নির্বাচকরা।

Scroll to load tweet…

মুম্বইতে বিসিসিআই-এর সদর দফতরে অনুষ্ঠিত হওয়া নির্বাচক কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেও (BCCI squad announcement)। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবকে নিয়ে তৈরি বোলিং লাইন-আপেও বিশেষ কোনও পরিবর্তন করা হয়নি। উল্লেখ্য, গত ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয়। এবার আগামী বছরের ফেব্রুয়ারি মাসে, ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে। তার আগেই এবার ভারতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করে দিল বিসিসিআই। 

আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, যশপ্রীত বুমরা, হর্ষিত রানা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।