IND vs NZ T20I: চলতি টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড। সেই ম্যাচেই ৫০ রানে জয় ছিনিয়ে নিল কিউয়ি ব্রিগেড। ম্যাচের সেরা টিম সেফার্ট।
IND vs NZ T20I: নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের। বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার, চলতি টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড। সেই ম্যাচেই ৫০ রানে জয় ছিনিয়ে নিল কিউয়ি ব্রিগেড (ind vs nz 4th t20)।
৫০ রানে জয় ছিনিয়ে নিল কিউয়ি ব্রিগেড
বুধবার বিশাখাপত্তনমে, টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া (ind vs nz t20i)। আর প্রথমে ব্যাট করতে নেমে, রাজকীয় ইনিংস উপহার দেয় নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে করেন ২৩ বলে ৪৪ রান এবং দলের উইকেটকিপার-ব্যাটার টিম সেফার্ট খেলেন ৩৬ বলে ৬২ রানের ইনিংস। অর্থাৎ, দলের দুই ওপেনারই সফল। কনওয়ের ইনিংসে ছিল ৪টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইক রেট ১৯১.৩০। অপরদিকে, সেফার্ট মারেন ৭টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইক রেট ১৭২.২২।
তবে খুব একটা সুবিধা করতে পারলেন না রাচিন রবীন্দ্র। তাঁর সংগ্রহে মাত্র ২ রান। অন্যদিকে, গ্লেন ফিলিপস করেন ২৪ রান, মার্ক চ্যাপম্যানের ঝুলিতে ৯ রান এবং অধিনায়ক মিচেল স্যান্টনারের সংগ্রহে ১১ রান। কিন্তু শেষদিকে নেমে পার্থক্য গড়ে দিলেন ড্যারিল মিচেল। খেলেন ১৮ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস। সেই সুবাদেই নিউজিল্যান্ড ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায়। মিচেলের ইনিংসে ছিল ২টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইক রেট ২১৬.৬৭। তিনি অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
ড্যারিল মিচেল খেলেন ১৮ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস
এছাড়া জাকারি ফাউলকস করেন ১৩ রান এবং ম্যাট হেনরির সংগ্রহে ৬ রান। নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ২১৫ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২১৬ রান। ভারতের হয়ে ২টি করে উইকেট পান আর্শদীপ সিং এবং কুলদীপ যাদব। সেইসঙ্গে, ১টি করে উইকেট নেন যশপ্রীত বুমরা এবং রবি বিষ্ণোই।
জবাবে ব্যাট করতে নেমে, মাত্র ১৬৫ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এই ম্যাচে শিবম দুবে বাদে টিম ইন্ডিয়ার গোটা ব্যাটিং লাইন-আপ ব্যর্থ। ওপেনার অভিষেক শর্মা এই ম্যাচে কোনও রানই করতে পারেননি। আরেক ওপেনার তথা দলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনের সংগ্রহে মাত্র ২৪ রান। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৮ রান, রিঙ্কু সিং-এর ঝুলিতে ৩৯ রান এবং হার্দিক পান্ডিয়ার সংগ্রহে ২ রান।
ম্যাচের সেরা টিম সেফার্ট
তবে শিবম দুবে কিছুটা লড়াই করেন। খেলেন ২৩ বলে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। স্ট্রাইক রেট ২৮২.৬১। তাঁর ইনিংসে ছিল ৩টি চার এবং ৭টি ছয়। এছাড়া হর্ষিত রানার ঝুলিতে ৯ রান, রবি বিষ্ণোইয়ের সংগ্রহে ১০ রান এবং যশপ্রীত বুমরা করেন ৪ রান।
আর্শদীপ সিং খালি হাতে ফেরেন এবং কুলদীপ করেন ১ রান। ১৮.৪ ওভারে, মাত্র ১৬৫ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে অধিনায়ক মিচেল স্যান্টনার নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট পান জ্যাকব ডাফি এবং ইশ সোধি। অন্যদিকে, ম্যাট হেনরি এবং জাকারি ফাউলকস দুজনেই ১টি করে উইকেট পেয়েছেন।
নিউজিল্যান্ড ম্যাচ জিতল ৫০ রানে এবং ম্যাচের সেরা টিম সেফার্ট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
