09:46 PM (IST) Feb 12
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত

জেমাইমা রডরিগেজের অপরাজিত ৫৩ ও রিচা ঘোষের অপরাজিত ৩১ রানের সুবাদে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত। ১৯ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ভারত।

09:36 PM (IST) Feb 12
জয়ের জন্য শেষ ২ ওভারে ভারতের দরকার ১৪ রান

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জয়ের জন্য ভারতের দরকার ১২ বলে ১৪ রান। ক্রিজে রিচা ঘোষ ও জেমাইমা রডরিগেজ।

09:33 PM (IST) Feb 12
পাকিস্তানের বিরুদ্ধে রিচা ঘোষ-জেমাইমা রডরিগেজের লড়াই

পাকিস্তানের বিরুদ্ধে ভালো ব্যাটিং করছেন রিচা ঘোষ। জেমাইমা রডরিগেজও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। এই দুই ব্যাটারের লড়াই ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছে।

09:22 PM (IST) Feb 12
১৫ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৩

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ৫ ওভারে ভারতের দরকার ৪৭ রান। ক্রিজে রিচা ঘোষ ও জেমাইমা রডরিগেজ।

09:18 PM (IST) Feb 12
১৬ রান করে আউট হয়ে গেলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর

পাকিস্তানের বিরুদ্ধে ১২ বলে ১৬ রান করে আউট হয়ে গেলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। ৯৩ রানে ৩ উইকেট হারাল ভারত।

08:54 PM (IST) Feb 12
পাকিস্তানের বিরুদ্ধে ৩৩ রান করে আউট শেফালি ভার্মা

পাকিস্তানের বিরুদ্ধে ৬২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল ভারত। ৩৩ রান করে আউট হয়ে গেলেন শেফালি ভার্মা।

08:41 PM (IST) Feb 12
১৭ রান করে আউট ইয়াস্তিকা ভাটিয়া, প্রথম উইকেট হারাল ভারত

ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারাল ভারত। ১৭ রান করে আউট ইয়াস্তিকা ভাটিয়া। ক্রিজে শেফালি ভার্মা ও জেমাইমা রডরিগেজ।

08:20 PM (IST) Feb 12
ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া

পাকিস্তানের বিরুদ্ধে ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারে ভারতের রান বিনা উইকেটে ৮। ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন শেফালি ভার্মা ও ইয়াস্তিকা ভাটিয়া।

08:06 PM (IST) Feb 12
মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং পাকিস্তানের অধিনায়ক বিসমা মারুফের

অধিনায়ক বিসমা মারুফের অপরাজিত ৬৮ ও আয়েশা নাসিমের অপরাজিত ৪৩ রানের সুবাদে ৪ উইকেটে ১৪৯ রান করল পাকিস্তান। ভারতের টার্গেট ১৫০।

07:41 PM (IST) Feb 12
১৬ ওভারে ১০০ পেরিয়ে গেল পাকিস্তানের স্কোর

ভালো ব্যাটিং করছেন বিসমা মারুফ ও আয়েশা নাসিম। ১৬ ওভারে ১০০ পেরিয়ে গেল পাকিস্তানের স্কোর।

07:28 PM (IST) Feb 12
৬৮ রানে ৪ উইকেট হারাল পাকিস্তান, জোড়া ক্যাচ ও স্টাম্পিং রিচা ঘোষের

মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত জোড়া ক্যাচ ও একটি স্টাম্পিং করলেন রিচা ঘোষ। তাঁর শেষ শিকার সিদরা আমিন।

07:24 PM (IST) Feb 12
পাকিস্তানের হয়ে ভালো ব্যাটিং করছেন বিসমা মারুফ

পাকিস্তানের অধিনায়ক বিসমা মারুফ বেশ ভালো ব্যাটিং করছেন। তাঁকে যত দ্রুত সম্ভব আউট করতে হবে ভারতের বোলারদের।

07:06 PM (IST) Feb 12
পরপর ২ উইকেট তুলে নিল ভারত, চাপে পড়ে গেল পাকিস্তান

৪৩ রানে ৩ উইকেট হারাল পাকিস্তান। পূজা বস্ত্রকরের বলে রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে আউট নিদা দার (০)।

07:00 PM (IST) Feb 12
রাধা যাদবের বলে রিচা ঘোষের স্টাম্পিং, সপ্তম ওভারে দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান

সপ্তম ওভারে পাকিস্তানের দ্বিতীয় উইকেট তুলে নিল ভারত। ১২ রান করে রাধা যাদবের বলে স্টাম্প আউট হয়ে গেলেন মুনিবা আলি।

06:56 PM (IST) Feb 12
৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৩৯, ভারতের ফিল্ডিংয়ে উন্নতি প্রয়োজন

মহিলাদের টি-২০ বিশ্বকাপে চলছে ভারত-পাকিস্তান ম্যাচ। পাওয়ার প্লে শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৩৯।

06:39 PM (IST) Feb 12
দ্বিতীয় ওভারে দীপ্তি শর্মার বলে হরমনপ্রীত কউরের হাতে ক্যাচ দিলেন জাভেইরা খান

মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট তুলে নিল ভারত। দীপ্তি শর্মার বলে হরমনপ্রীত কউরের হাতে ক্যাচ দিয়ে জাভেইরা খান। তিনি করেন ৮ রান।

06:35 PM (IST) Feb 12
শুরু হয়ে গেল মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, কেপ টাউনে টানটান লড়াই

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের নিউল্যান্ডসে চলছে মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। শুরু থেকেই উত্তেজনা রয়েছে এই ম্যাচে।

06:32 PM (IST) Feb 12
পাকিস্তানের বিরুদ্ধে খেলছেন অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ

মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলছেন বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। ভারতীয় দল- শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, জেমাইমা রডরিগেজ, হারলিন দেওল, হরমনপ্রীত কউর (অধিনায়ক), রিচা ঘোষ, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড় ও রেণুকা সিং ঠাকুর।

06:19 PM (IST) Feb 12
আঙুলের চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে দলে নেই ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা

আঙুলের চোট না সারায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারছেন না স্মৃতি মন্ধানা। তাঁর বদলে ভারতের হয়ে ব্যাটিং ওপেন করবেন শেফালি ভার্মা।

Read more Articles on