সংক্ষিপ্ত
কয়েকদিন পরেই সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই ভারতীয় দল সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছে। বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছেন হরমনপ্রীত কউররা।
৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশা, প্রথমবার বিশ্বকাপ জিতবেন হরমনপ্রীত কউররা। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে মহিলাদের টি-২০ বিশ্বকাপ সরে গেলেও, ভারতীয় ক্রিকেটারদের খুব একটা সমস্যা হবে না বলে আশায় ক্রিকেটপ্রেমীরা। গ্রুপের বেশিরভাগ ম্যাচ দুবাইয়ে খেলবে ভারত। শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হবে শারজায়। ভারতের গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছাড়াও আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড। ফলে এই গ্রুপ থেকে নক-আউটের যোগ্যতা অর্জন সহজ হবে না। ভারতীয় দলকে সেমি-ফাইনালে পৌঁছতে হলে সেরা পারফরম্যান্স দেখাতে হবে।
ব্যাটিংয়ে ভারতীয় দলের ভরসা কারা?
মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিং বিভাগের প্রধান ভরসা অধিনায়ক হরমনপ্রীত কউর, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা, তরুণী ওপেনার শেফালি ভার্মা। ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটার হরমনপ্রীত। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন হরমনপ্রীত। বর্তমান দলে তিনিই সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। এবারের টি-২০ বিশ্বকাপে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো পারফরম্যান্স দেখানোই হরমনপ্রীতের লক্ষ্য। ওপেনার স্মৃতিও ভারতীয় দলের অন্যতম ভরসা। পাওয়ারপ্লেতে দ্রুত রান করতে পারেন এই তারকা। তিনি চাপের মুখে ভালো পারফরম্যান্স দেখান। বড় টার্গেট তাড়া করতে হলে স্মৃতির উপর ভরসা করে ভারতীয় দল। শেফালি জানিয়েছেন, তিনি পাওয়ারপ্লেতে রোহিত শর্মার মতো দ্রুত রান করতে চান।
বোলিং বিভাগে ভারতের ভরসা কারা?
মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম ভরসা অলরাউন্ডার দীপ্তি শর্মা। তাঁর অফ-স্পিন বোলিং এবং ব্যাটিং এবারও দলকে সাহায্য করতে পারে। দরকারের সময় বিপক্ষ দলের উইকেট তুলে নিতে সিদ্ধহস্ত দীপ্তি। লোয়ার অর্ডারে তাঁর ব্যাটিংও ভারতীয় দলের ভরসা। পেস বিভাগে ভারতের অন্যতম ভরসা রেণুকা সিং ঠাকুর। তাঁর স্যুইং, শর্ট অফ লেংথ বল বিপক্ষ দলের ব্যাটারদের চাপে ফেলে দেয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপে ভারতের প্রতিপক্ষ কারা? কবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই?
'রোহিত শর্মা অনুপ্রেরণা,' মহিলাদের টি-২০ বিশ্বকাপের আগে বার্তা শেফালি ভার্মার
WCL 2024: পাকিস্তানকে হারিয়ে এল ট্রফি, ফের ক্রিকেটে বিশ্বসেরা ভারত