সংক্ষিপ্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই মরসুমেই ফাইনাল খেলেছে ভারত। তবে একবারও চ্যাম্পিয়ন হতে পারেননি রোহিত শর্মারা। এবার খেতাব জেতাই তাঁর লক্ষ্য।

চেন্নাই টেস্ট ম্যাচে প্রত্যাশিতভাবে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল ভারতীয় দল। ১০ ম্যাচ খেলে রোহিত শর্মাদের পয়েন্ট ৮৬ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৭১.৬৭। ১০ ম্যাচ খেলে ৭ ম্যাচে জয় পেয়েছে ভারত। হার ২ ম্যাচে এবং ড্র ১ ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১২ ম্যাচ খেলে ৯০ পয়েন্ট পেয়েছে। স্টিভ স্মিথরা ৮ ম্যাচে জয় পেয়েছেন, ৩ ম্যাচে হেরেছেন এবং ১ ম্যাচ ড্র করেছেন। অস্ট্রেলিয়ার পয়েন্ট পার্সেন্টেজ ৬২.৫০। এই কারণেই পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। বাকি দলগুলি অনেক পিছিয়ে। ফলে ভারত ও অস্ট্রেলিয়াই ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন জায়গায় বাংলাদেশ?

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে জয় পেলেও, ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো জায়গায় নেই বাংলাদেশ। ৭ ম্যাচ খেলে ৩ ম্যাচে জয় পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা। তাঁরা ৪ ম্যাচে হেরে গিয়েছেন। বাংলাদেশের পয়েন্ট ৩৩ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৩৯.২৯। পয়েন্ট তালিকায় ৬ নম্বরে বাংলাদেশ। ফলে শান্তদের আর ফাইনালের যোগ্যতা অর্জনের আশা নেই।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার তলানিতে পাকিস্তান

এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে বলে হুঙ্কার ছেড়েছিল পাকিস্তান। কিন্তু দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হারের পর আর অলীক কল্পনা করছেন না বাবর আজমরা। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ দলের মধ্যে এখন ৮ নম্বরে পাকিস্তান। ৭ ম্যাচ খেলে জয় মাত্র ২ ম্যাচে এবং হার ৫ ম্যাচে। পাকিস্তানের পয়েন্ট ১৬ এবং পয়েন্ট পার্সেন্টেজ ১৯.০৫। ৯ ম্যাচ খেলে ২০ পয়েন্ট এবং ১৮.৫২ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে সবার শেষে ওয়েস্ট ইন্ডিজ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

৪০ রানের মধ্যে পড়ল শেষ ৬ উইকেট, চেন্নাই এক্সপ্রেসের ধাক্কায় কুপোকাত বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান, মহেন্দ্র সিং ধোনির নজির স্পর্শ ঋষভ পন্থের

চেন্নাই টেস্ট ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন ঋষভ পন্থ! ভাইরাল ভিডিও