- Home
- Sports
- Cricket
- IND vs NZ 5th T20: পঞ্চম টি-২০ ম্যাচে সঞ্জু স্যামসন কি আদৌ সুযোগ পাবেন? বিশ্বকাপের আগে প্রমাণ করার শেষ সুযোগ
IND vs NZ 5th T20: পঞ্চম টি-২০ ম্যাচে সঞ্জু স্যামসন কি আদৌ সুযোগ পাবেন? বিশ্বকাপের আগে প্রমাণ করার শেষ সুযোগ
IND vs NZ 5th T20: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে পঞ্চম টি-২০ ম্যাচটি সঞ্জু স্যামসনের জন্য 'ডু অর ডাই' ম্যাচ। এই ম্যাচে ব্যর্থ হলে, আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা পাওয়ার আশা প্রায় ছেড়ে দিতে হবে তাঁকে।
13

Image Credit : AFP
সঞ্জু স্যামসন শেষ টি-টোয়েন্টিতে ভালো খেলবেন?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে, সঞ্জু স্যামসন শেষ টি-টোয়েন্টিতে ভালো খেলবেন বলেই আশা করেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি আরও বলেন, চোটের কারণে গত ম্যাচে না খেলা ঈশান কিষাণও এই ম্যাচে ফিরতে পারেন।
23
Image Credit : Instagram/imsanjusamson
সীতাংশু কোটাক কী জানিয়েছেন?
সীতাংশু কোটাক জানান, ''সঞ্জু একজন সিনিয়র এবং প্রতিভাবান ক্রিকেটার। প্রত্যাশা মতো রান না পেলেও, এটা খেলারই একটা অংশ। তাই তাঁকে মানসিকভাবে চাঙ্গা রাখা আমাদের কাজ। ও কঠোর পরিশ্রম করছে। ভারতের হয়ে ভালো খেলেছে।''
33
Image Credit : Asianet News
সঞ্জু স্যামসনের জন্য 'ডু অর ডাই' ম্যাচ
ভারত ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিরুবনন্তপুরমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে দল। এই ম্যাচটি স্যামসনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ফর্মে থাকা ঈশান কিষাণও দলে ফেরার দৌড়ে রয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos
