IND vs NZ ODI: এই ম্যাচে নামার আগে পর্যন্ত, সিরিজের ফলাফল ছিল ১-১। অর্থাৎ, তৃতীয় একদিনের ম্যাচটি আদতে ছিল সিরিজের নির্ণায়ক ম্যাচ। 

IND vs NZ ODI: ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে রবিবার, চলতি সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (ind vs new zealand)। প্রসঙ্গত, চলতি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম ম্যাচে জয় পায়। কিন্তু দ্বিতীয় ম্যাচে আবার পরাজিত হয় তারা। তাই এই ম্যাচে নামার আগে পর্যন্ত, সিরিজের ফলাফল ছিল ১-১। অর্থাৎ, তৃতীয় একদিনের ম্যাচটি আদতে ছিল সিরিজের নির্ণায়ক ম্যাচ (india vs nz 3rd odi)।

নিউজিল্যান্ড জয় ছিনিয়ে নেয় ৪১ রানে

যে দলই জিতত, সিরিজে তাদের। আর সেখানেই বাজিমাৎ করে দেখাল নিউজিল্যান্ড। তৃতীয় একদিনের ম্যাচে, ৪১ রানে জয় পেল তারা। সেইসঙ্গে, জিতে নিল সিরিজ। রবিবার, টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে, প্রাথমিকভাবে কিছুটা ধাক্কা খায় কিউয়িরা। দলের ওপেনার ডেভন কনওয়ে করেন মাত্র ৫ রান। আরেক ওপেনার হেনরি নিকোলস খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান। 

উইল ইয়ং-এর ঝুলিতে মাত্র ৩০ রান। তবে কঠিন সময়ে হাল ধরেন ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস। মিচেল উপহার দেন ১৩৭ রানের রাজকীয় ইনিংস। ১৫টি চার এবং ৩টি ছয় ছিল তাঁর ইনিংসে। অন্যদিকে, মিচেলকে যোগ্য সঙ্গত করেন গ্লেন ফিলিপস। তিনি খেলেন ১০৬ রানের অসাধারণ ইনিংস। নিঃসন্দেহে এই জুটির অনবদ্য ব্যাটিং-এর সুবাদেই শক্তিশালী স্কোর গড়ে নিউজিল্যান্ড।

কঠিন সময়ে হাল ধরেন ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস

এছাড়া উইকেটকিপার-ব্যাটার মিচেল হে করেন ২ রান, জাকারি ফাউলকসের ঝুলিতে ১০ রান এবং ক্রিস্টিয়ান ক্লার্কের সংগ্রহে ১১ রান। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ২৮ রানে অপরাজিত থাকেন। 

নির্ধারিত ৫০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের হয়ে ৩টি করে উইকেট পান আর্শদীপ সিং এবং হর্ষিত রানা। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে ভারত। ওপেনার রোহিত শর্মা করেন ১১ রান এবং অধিনায়ক শুভমান গিলের ঝুলিতে মাত্র ২৩ রান। 

তবে এই ম্যাচেও জ্বলে ওঠেন বিরাট। বড় ইনিংস উপহার দেন এই তারকা ব্যাটার। দাপুটে এবং বিধ্বংসী ব্যাটিং-এর সুবাদেই করেন ১২৪ রান। অর্থাৎ, এদিনও সেঞ্চুরি পেলেন কোহলি। তবে ব্যর্থ শ্রেয়স আইয়ার। তাঁর সংগ্রহে মাত্র ৩ রান। কেএল রাহুল করেন ১ রান। 

ম্যাচের সেরা ড্যারিল মিচেল

কিন্তু নীতীশ কুমার রেড্ডি কিছুটা লড়াই করেন। তিনি ৫৩ রান যোগ করেন স্কোরবোর্ডে। অপরদিকে, রবীন্দ্র জাদেজা করেন ১২ রান, কুলদীপ যাদবের ঝুলিতে ৫ রান এবং আর্শদীপ সিং ৫ রানে অপরাজিত থাকেন। 

মহম্মদ সিরাজ কোনও রান না করেই আউট হন। তবে হর্ষিত রানার কথা বলতেই হয়। শেষদিকে নেমেও, ৫২ রানের ইনিংস খেলেন। তবে শেষপর্যন্ত, জিততে পারেনি ভারত। ৪৬ ওভারেই, তাদের ইনিংস শেষ হয়ে যায় ২৯৬ রানে। নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন জাকারি ফাউলকস এবং ক্রিস্টিয়ান ক্লার্ক। এছাড়া ২টি উইকেট নেন জেডেন লেনক্স এবং ১টি উইকেট পান কাইলে জেমিয়েসন.

নিউজিল্যান্ড জয় ছিনিয়ে নেয় ৪১ রানে। ম্যাচের সেরা ড্যারিল মিচেল। তিনি সিরিজের সেরাও নির্বাচিত হয়েছেন। সিরিজের ফলাফল ২-১।

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং

নিউজিল্যান্ডঃ ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটকিপার-ব্যাটার), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জাকারি ফাউলকস, জেডেন লেনক্স, কাইলে জেমিয়েসন, ক্রিস্টিয়ান ক্লার্ক

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।