IND vs SL Women T20: ভারত বনাম শ্রীলঙ্কা মহিলা টি-২০ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে মঙ্গলবার। চলতি সিরিজ হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামছে ভারত। অন্যদিকে, শ্রীলঙ্কার লক্ষ্য অন্তত একটি সান্ত্বনার জয়। 

IND vs SL Women T20: ভারত বনাম শ্রীলঙ্কা মহিলাদের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত চলেছে মঙ্গলবার (ind vs sl women t20)। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার, মুখোমুখি হবে ভারত বনাম শ্রীলঙ্কা। খেলা শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে (ind vs sri lanka women t20)। 

ভারতের লক্ষ্য হোয়াইটওয়াশ

তবে টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য হল, টানা পাঁচ ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা। অন্যদিকে, সান্ত্বনামূলক জয়ের খোঁজে রয়েছে শ্রীলঙ্কা। তবে ব্যাটিং এবং বোলিং, উভয় ক্ষেত্রেই শ্রীলঙ্কা অনেক পিছিয়ে ভারতের তুলনায়। বরং, শেফালি ভার্মার সঙ্গে স্মৃতি মান্ধানাও ফর্মে ফিরে আসায় রানের বন্যা বইতে শুরু করেছে ভারতের ব্যাটিং লাইন-আপে। 

অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষও ভালো খেলছেন। ফলে, শ্রীলঙ্কার উপর চাপ ক্রমশ বাড়ছে। এদিকে জেমিমা রদ্রিগেজ জ্বর সারিয়ে ফিরলে হারলিন দেওল মাঠের বাইরে বসবেন। এই সিরিজে এখনও সুযোগ না পাওয়া একমাত্র ক্রিকেটার, ১৭ বছর বয়সী জি কমলিনীকে এদিন অভিষেক করাতে পারে ভারত। 

অন্তত একটি ম্যাচ জেতার জন্য মরিয়া শ্রীলঙ্কা

দীপ্তি শর্মা, রেণুকা ঠাকুর এবং অরুন্ধতী রেড্ডিকে নিয়ে গড়া বোলিং লাইনআপও শ্রীলঙ্কার জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আট্টাপাট্টু ছাড়া আর কেউ ফর্মে না ফেরাটাই শ্রীলঙ্কার জন্য বড় সমস্যার কারণ। দেশে ফেরার আগে অন্তত একটি ম্যাচ জেতার জন্য মরিয়া থাকবে প্রতিবেশী দেশটি।

ভারতীয় ক্রিকেট দল: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, রিচা ঘোষ (উইকেটকিপার-ব্যাটার), হরমনপ্রীত কৌর (অধিনায়ক), হারলিন দেওল, দীপ্তি শর্মা, অমনজ্যোত কৌর, অরুন্ধতী রেড্ডি, বৈষ্ণবী শর্মা, রেণুকা সিং ঠাকুর, শ্রী চারণী, জেমিমা রদ্রিগেজ, জি কমলিনী, ক্রান্তি গৌড়, স্নেহ রানা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।