সংক্ষিপ্ত
Asia Cup: ২৪ ঘণ্টারও কম সময় আগে পাকিস্তানকে ভেঙে দুমড়ে দেওয়া ভারতের সাধের ব্যাটিং লাইন আপ শ্রীলঙ্কার স্পিনের সামনে কাত হয়ে গেল। 'দুরন্ত ঘূর্ণী'তে একে একে প্যাভিলিয়নের পথ ধরেন ভারতীয় ব্যাটাররা।
Asia Cup: ২৪ ঘণ্টারও কম সময় আগে পাকিস্তানকে ভেঙে দুমড়ে দেওয়া ভারতের সাধের ব্যাটিং লাইন আপ শ্রীলঙ্কার স্পিনের সামনে কাত হয়ে গেল। 'দুরন্ত ঘূর্ণী'তে একে একে প্যাভিলিয়নের পথ ধরেন ভারতীয় ব্যাটাররা। বিরাট (৩) থেকে শুবমান (১৯), হার্দিক (৫) থেকে জাডেজা (৪), কেউই দাগ কাটতে পারেননি। তবে এই পিচে নিজের ৫১তম অর্ধশতরান করে যান রোহিত শর্মা। আজ একই সঙ্গে তিনি এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করেন।
ধসের শুরু হয় ওয়েলালাগের বলে। শুবমানকে যে বলে ফেরান এই বাঁ হাতি স্পিনার তা রীতিমতো দেখার মতো ছিল। বলের ড্রিফ্ট এবং স্পিন কোনওটাই বুঝতে পারেননি শুবমান। পর পর ৩ ওভারে বিরাট এবং রোহিতকেও ফেরান শ্রীলঙ্কার তরুণ স্পিনার। ওয়েলালাগে-র বলের ধার কমানোর জন্য রাহুলের জায়গায় ঈশানকে (৩৩) আগে পাঠানো হয়। কিন্তু তাতেও বিশেষ কাজ হয়নি। রাহুল (৩৯) এবং ঈশান ৬৩ রানের পার্টনারশিপ না গড়লে ভারত আজ লজ্জার মুখে পড়তে পারত।
১০ ওভার হাত ঘুরিয়ে ৪০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন ওয়েলালাগে। যার মধ্যে রোহিত, বিরাট, রাহুল, শুবমান এবং হার্দিক রয়েছেন। ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভাঙার কাজটি তিনি একাই সেরে ফেলেন। যোগ্য সঙ্গত করেন আসালঙ্কা। ৯ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। পর পর ২ বলে বুমরা এবং কুলদীপকে ফিরিয়ে হ্যাট ট্রিক করার মুখেও ছিলেন। তবে তা আর হয়নি। ৪৭ ওভারে ১৯৭ রান তোলার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। যদিও আবহাওয়ার রিপোর্ট বলছে, ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ বৃষ্টি বেশি ক্ষণ স্থায়ী হবে না।
ভারত আজ ৩ স্পিনার নিয়ে খেলছে। শার্দুলের জায়গায় দলে এসেছেন অক্ষর প্যাটেল। শ্রীলঙ্কার স্পিনিং ট্র্যাকে গত কাল ৫ উইকেট নেওয়া কুলদীপ এবং দুই বাঁ হাতি স্পিনাপ জাডেজা এবং অক্ষর ভেল্কি দেখাতে পারেন কিনা, তার দিকে তাকিয়ে থাকবেন ভারতীয় সমর্থকরা।