সংক্ষিপ্ত

আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের মাধ্যমে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিচ্ছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে রোহিত শর্মারা।

ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে ভারত-আফগানিস্তান সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৭২ রানে অলআউট হয়ে গেল আফগানরা। সর্বাধিক ৫৭ রান করেন গুলাবদিন নায়েব। তাঁর ৩৫ বলের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। ভারতের হয়ে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। ১৭ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল। ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন রবি বিষ্ণোই। ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন শিবম দুবে। টি-২০ ম্যাচে ১৭৩ রানের টার্গেট কিছুটা কঠিন। তবে ভারতের ব্যাটিং লাইনআপের যা শক্তি, তাতে সহজেই ম্যাচ জেতা উচিত।

হোলকারে বিরাট কোহলির প্রত্যাবর্তন

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালের পর রবিবারই প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নেমেছেন ভারতীয় দলের তারকা বিরাট কোহলি। ভালো ব্যাটিং করাই তাঁর লক্ষ্য। আফগানিস্তান লড়াই করার মতো স্কোর করায় বিরাট বেশ কিছুক্ষণ ব্যাটিং করার সুযোগ পাবেন বলে আশা করছেন। টি-২০ বিশ্বকাপের আগে এই ফর্ম্যাটে ব্যাটিং ঝালিয়ে নেওয়াই বিরাটের লক্ষ্য।

হোলকারে ছোট বাউন্ডারির সুযোগ নিতে চায় ভারতীয় দল

এদিন টসের সময় ভারতের অধিনায়ক রোহিত শর্মা উল্লেখ করেন, হোলকার ক্রিকেট স্টেডিয়ামের বাউন্ডারির মাপ বড় নয়। এর সুযোগ নিতে চায় ভারতীয় দল। তবে প্রথমে ব্যাটিং করতে নেমে ছোট মাঠের সুযোগ নেন আফগানিস্তানের ব্যাটাররাও। গুলাবদিনের অর্ধশতরানের পাশাপাশি লড়াই করেন নাজিবুল্লাহ জর্দান (২৩), মুজিব-উর-রহমান (২১) ও করিম জানাত (২০)। মহম্মদ নবি করেন ১৪ রান। ওপেনার রহমানউল্লাহ গুরবাজও ১৪ রান করেন। আফগানিস্তানের অন্য কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি। ভারতের ব্যাটাররা স্বাভাবিক খেলা খেলতে পারলেই এই ম্যাচে জয় আসবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli-Novak Djokovic: জকোভিচই ইনস্টাগ্রামে প্রথম বার্তা পাঠান, জানালেন বিরাট

New Zealand Vs Pakistan: দ্বিতীয় টি-২০ ম্যাচেও জয়, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের পথে নিউজিল্যান্ড

Yuvraj Singh: মাঠে ফেরার ইচ্ছা, তরুণদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিতে চান যুবরাজ