সংক্ষিপ্ত

আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে অসাধারণ ব্যাটিং করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করলেন রিঙ্কু সিং।

প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৫টি শতরান করার রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে এই রেকর্ড গড়লেন রোহিত। এদিন তিনি ৬৪ বলে শতরান করেন ভারতের অধিনায়ক। এর আগে এই সিরিজের প্রথম ২ ম্যাচেই ০ রানে আউট হয়ে যান রোহিত। তবে সিরিজের শেষ ম্যাচে দলের প্রয়োজনের মুহূর্তে অসাধারণ ইনিংস খেললেন তিনি। ৬৯ বলে ১২১ রান করে অপরাজিত থাকেন রোহিত। এই ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। ৩৯ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। তিনি ২টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি মারেন।

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে রোহিত-রিঙ্কুর নতুন রেকর্ড

আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে একাধিক রেকর্ড গড়লেন রোহিত ও রিঙ্কু। শেষ ওভারে তাঁরা ৩৬ রান করেন। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬টি ওভার-বাউন্ডারি মারেন ভারতের প্রাক্তন তারকা যুবরাজ সিং। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ডও শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচে এক ওভারে ৬টি ওভার-বাউন্ডারি মারেন। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের ইনিংসের শেষ ওভারে ৬টি ওভার-বাউন্ডারি মারতে না পারলেও, ৩৬ রান করল ভারত।

পার্টনারশিপের রেকর্ড রোহিত-রিঙ্কুর

এদিন রোহিত ও রিঙ্কুর জুটিতে ১৯০ রান যোগ হয়। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে যে কোনও উইকেটে এটাই ভারতের সবচেয়ে বড় পার্টনারশিপ। ২২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই অবস্থায় লড়াই শুরু করেন রোহিত ও রিঙ্কু। তাঁরা অসাধারণ ব্যাটিং করেন। শুরুতে রোহিতকে স্ট্রাইক দিচ্ছিলেন রিঙ্কু। সেই সময় তিনি বড় শট নেওয়ার বদলে উইকেটে টিকে থাকার উপর জোর দিচ্ছিলেন। পরে অবশ্য রিঙ্কুও বড় শট খেলা শুরু করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Afghanistan: ২ বার সুপার ওভার! চিন্নাস্বামীতে নাটকীয় ম্যাচে জয় ভারতের

ICC T20I Rankings: প্রথমবার টি-২০ র‍্যাঙ্কিংয়ে সেরা ১০-এ অক্ষর, যশস্বী

YouTube video player