সংক্ষিপ্ত
আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দল ও নিজের পারফরম্যান্সে খুশি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভালো পারফরম্যান্স অব্যাহত রাখাই তাঁর লক্ষ্য।
পাঁচ দিনে গড়ায়নি নাগপুর টেস্ট ম্যাচ। আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। শনিবার ইনিংস ও ১৩২ রানে জয় পাওয়ার পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, 'নাগপুরে যে পিচে এই ম্যাচ হল, সেই উইকেট দেখে আমরা অবাক হয়ে গিয়েছি। পিচে খুব একটা বাউন্স ছিল না। বল নিচু হচ্ছিল। এরকম পিচ হবে ভাবিনি। আমরা ভেবেছিলাম এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা লড়াই করার জন্য তৈরিও ছিলাম। একটা সেশনের মধ্যে অস্ট্রেলিয়াকে অলআউট করে দেব ভাবতে পারিনি। অস্ট্রেলিয়া খুব ভালো দল। ওরা বরাবরই টেস্ট ক্রিকেট খেলতে ভালোবাসে। ওদের দলের ক্রিকেটাররা দেশের হয়ে খেলার জন্য গর্ব অনুভব করে। তবে আমাদের দলের সবচেয়ে ভালো দিক হল, অতীতে কী হয়েছে সেটা নিয়ে কেউই ভাবে না। দলের সবাই ভবিষ্যতের ম্যাচ নিয়েই চিন্তা করে। আমরা জানি অস্ট্রেলিয়া এই সিরিজে ফিরে আসার চেষ্টা করবে। তবে আমরাও লড়াই করতে তৈরি। অধিনায়ক হিসেবে দলের ভালো পারফরম্যান্স ধরে রাখাই আমার লক্ষ্য।'
রোহিত আরও বলেছেন, ‘গত কয়েক বছর ধরে আমরা দেশের মাটিতে যে ধরনের পিচে খেলছি সেখানে নিজেদের প্রয়োগ করতে হচ্ছে। এছাড়া পরিষ্কার মনোভাব এবং উপযুক্ত পরিকল্পনাও দরকার। আমি যেদিন থেকে ওপেন করা শুরু করেছি, তখন থেকেই ভাবতে শুরু করেছি, আমি কীভাবে ব্যাটিং করার সময় সম্ভাব্য বিপদ এড়াতে পারি এবং কীভাবে রান করতে পারি। আমি মুম্বইয়ে যে ধরনের পিচে খেলে বেড়ে উঠেছি সেখানে বল ঘোরে। আমার মনে হয়, এই ধরনের পিচে ব্যাটিং করতে হলে ব্যাকরণের বাইরে যেতে হবে। পায়ের ব্যবহার জরুরি। বলের লাইনে গিয়েও শট খেলতে হবে। একইসঙ্গে বোলারের উপর চাপও তৈরি করে যেতে হবে।’
রোহিত আরও বলেছেন, ‘বিবপক্ষ দলের বোলারকে ৬টি বলই এক জায়গায় ফেলতে দেওয়া যাবে না। অন্য কিছু করার চেষ্টা চালিয়ে যেতে হবে। সেই অন্য চেষ্টা নিজের মতো করেই চালিয়ে যেতে হবে। মাঠে পা রাখা হোক বা স্যুইপ করা, রিভার্স স্যুইপ, বোলারের মাথার উপর দিয়ে শট খেলা, অনেককিছুই করা যেতে পারে। এই ধরনের পিচে ব্যাটিং করতে হলে নিজের শক্তির উপর ভরসা রাখা জরুরি। অন্য কারও দিকে তাকানোর দরকার নেই।’
আরও পড়ুন-
অস্ট্রেলিয়া একটা সেশনের মধ্যেই অলআউট হয়ে যাবে ভাবিনি, বললেন রোহিত
আম্পায়ারের অনুমতি না নিয়ে আঙুলে ক্রিম লাগিয়ে জরিমানার মুখে রবীন্দ্র জাদেজা
৫ মাস পর দলে ফিরেই ম্যাচের সেরা, নাগপুর টেস্টে ভারতের জয়ের নায়ক জাদেজা