সংক্ষিপ্ত

প্রথম ইনিংসে কি অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে থাকবে ভারতীয় দল? সেই আশঙ্কা জোরালো হচ্ছে। প্রথম সেশনের মতোই দ্বিতীয় সেশনেও পরপর উইকেট হারাচ্ছে ভারত। অস্ট্রেলিয়ার স্পিনাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন।

নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে সাফল্য না পেলেও, দিল্লিতে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফস্পিনার নাথান লিয়ন। দ্বিতীয় দিন ৫ উইকেট নিলেন এই অফস্পিনার। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সুবাদে প্রথম ইনিংসে ১৩৯ রানের মধ্যে ৭ উইকেট খুইয়ে বসেছে ভারতীয় দল। লিয়নের বলে একে একে আউট হয়ে গিয়েছেন কে এল রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ার ও কে এস ভরত। বিরাট কোহলিকে এলবিডব্লু করে দিয়েছেন ম্যাথু কুনেম্যান। রবীন্দ্র জাদেজাকে এলবিডব্লু করে দিয়েছেন টড মারফি। বিরাটের আউট নিয়ে অবশ্য বিতর্ক আছে। মাঠের আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন বিরাট। টেলিভিশন রিপ্লে দেখে মনে হয় ব্যাটে লেগে প্যাডে লেগেছে বল। কিন্তু তৃতীয় আম্পায়ারের মনে হয়, প্রথমে প্যাডে লেগেছে বল। এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বিরাট। কিন্তু তাঁকে ক্রিজ ছাড়তে হয়েছে। সকাল থেকে পরপর উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল।

এই ম্যাচে এখনও পর্যন্ত যা খেলা হয়েছে, তাতে ভারতের দল গঠন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। শুবমান গিল ও ঈশান কিষানের মতো ফর্মে থাকা ব্যাটারকে বসিয়ে রেখে কে এল রাহুল ও কে এস ভরতকে কেন খেলানো হল, সেটা অনেকেরই বোধগম্য হচ্ছে না। শুবমান ওপেন করতে পারেন, মিডল অর্ডারেও ব্যাটিং করতে পারেন। ঈশানও যে কোনও পজিশনে ব্যাটিং করতে পারেন। কিন্তু শুবমান ও ঈশান খেলার সুযোগ পাচ্ছেন না। নাগপুরে রান পাননি ভরত, দিল্লিতেও রান পেলেন না। নাগপুরে ব্যর্থ হওয়ার জেরে যদি সূর্যকুমার যাদবকে বাদ দেওয়া হয়, তাহলে একই যুক্তিতে ভরত কীভাবে খেলছেন? ব্যাটার হিসেবে তাঁর চেয়ে অনেক এগিয়ে ঈশান। তাঁর কিপিংও খারাপ নয়। তাহলে কেন ঈশানকে সুযোগ দেওয়া হবে না? রাহুল না হয় সহ-অধিনায়ক হওয়ার সুবাদে দলে জায়গা পাকা করে নিয়েছেন। তিনি এভাবেই পরপর ব্যর্থ হতে থাকলেও বাদ পড়বেন না। কিন্তু ঈশানের মতো ভালোমানের উইকেটকিপার-ব্যাটারকে বসিয়ে রেখে কেন ভরতকে খেলিয়ে যাওয়া হচ্ছে?

চা পানের বিরতির সময় ভারতীয় দলের স্কোর ৭ উইকেটে ১৭৯। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ৮৪ রানে পিছিয়ে ভারতীয় দল। অক্ষর প্যাটেল ২৮ ও রবিচন্দ্রন অশ্বিন ১১ রানে ব্যাটিং করছেন। এই জুটি টিকে গেলে অস্ট্রেলিয়ার স্কোরের কাছকাছি পৌঁছে যাবে ভারতীয় দল।

আরও পড়ুন-

পড়া, বাড়ির কাজ, ছাগল চড়ানোর ফাঁকেই চলছে খেলা, রাজস্থানের কিশোরীর ব্যাটিংয়ে মুগ্ধ সচিন

চেতন শর্মার পদত্যাগ, কার্যনির্বাহী প্রধান নির্বাচক হতে পারেন শিবসুন্দর দাস

Prithvi Shaw : পৃথ্বী শ-র গাড়িতে হামলা, গ্রেফতার অভিযুক্ত, বিভিন্ন ধারায় মামলা