প্রথম ব্যাটার হিসেবে ওডিআই ম্যাচে দ্বিশতরান করার নজির গড়েন সচিন তেন্ডুলকর। শনিবার ঈশান কিষানের শতরান দেখে তিনি উচ্ছ্বসিত। ট্যুইট করে এই তরুণের প্রশংসা করেছেন সচিন।

শনিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ভারতের ওপেনার ঈশান কিষানের অসাধারণ ইনিংসের প্রশংসা করলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। এদিন ১৩১ বলে ২১০ রান করেন ঈশান। এদিনই ওডিআই ম্যাচে তাঁর প্রথম শতরান করেন ঈশান। সেই শতরানকেই দ্বিশতরানে পরিণত করলেন তিনি। এর আগে কোনও ব্যাটার এই নজির গড়তে পারেননি। সচিন নিজেও ওডিআই ম্যাচে দ্বিশতরান করেন। স্বভাবতই তিনি ঈশানের এই ইনিংস দেখে উচ্ছ্বসিত। এদিন শতরান করা বিরাটেরও প্রশংসা করেছেন সচিন। ট্যুইটে তিনি লিখেছেন, 'অসাধারণ ইনিংস! অসাধারণ ইনিংস! ঈশান কিষান, তুমি আজ যে ইনিংস খেললে, সেটা দ্বিগুণ প্রশংসার যোগ্য। বিরাট কোহলিও দুর্দান্ত ইনিংস খেলেছে। অনেক অভিনন্দন।' সচিনের পাশাপাশি বীরেন্দ্র সেহবাগ, হার্দিক পান্ডিয়া, ভিভিএস লক্ষ্মণ, রবি শাস্ত্রী, ভেঙ্কটেশ প্রসাদরাও ঈশানের অসামান্য় ইনিংসের প্রশংসা করেছেন। ক্রিকেটপ্রেমীরাও ঈশানের এই দ্বিশতরান দেখে উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষ ঈশানের প্রশংসা করছেন।

Scroll to load tweet…

ট্যুইটে শাস্ত্রী লিখেছেন, 'তারুণ্যের উদ্দীপনার সেরা প্রদর্শন। খুব ভাল খেললে ঈশান কিষান। তরুণ হিসেবে এভাবেই ষাঁড়ের শিং ধরতে হয়। যে সুযোগ পেলে, সেটাকে দুর্দান্তভাবে কাজে লাগালে। '

Scroll to load tweet…

লক্ষ্মণ ট্যুইটে লিখেছেন, 'ঈশান কিষান বল মারার অভূতপূর্ব নির্দশন দেখাল। যে কোনও ফর্ম্যাটেই দ্বিশতরান করা অসাধারণ। ৩৫ ওভারের মধ্যেই সেটা করে ফেলা দুর্দান্ত ব্যাপার। অসাধারণ প্রতিভা। আমি নিশ্চিত, বিশেষ কিছুর সূচনা হল।'

Scroll to load tweet…

প্রসাদ লিখেছেন, 'তোমাকে কুর্ণিশ করছি ঈশান কিষান। ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দ্বিশতরান করলে। ভারতকে এই পন্থাই অবলম্বন করতে হবে। অল্পদিনের মধ্যেই হয়তো সেটা হবে না কিন্তু যে কোনও দিনেই এই চেষ্টা করা ভাল। তোমার এই ইনিংস দেখে আনন্দ পেলাম।'

Scroll to load tweet…

সেহবাগ লিখেছেন, 'এভাবেই খেলতে হয়। দারুণ খেলল ঈশান কিষান। এভাবে খেললেই টিম ইন্ডিয়ার ভাল হবে।'

Scroll to load tweet…

সতীর্থর প্রশংসা করে হার্দিক লিখেছেন, 'অসাধারণ ইনিংস ইশু। তোমার জন্য গর্ব হচ্ছে।'

Scroll to load tweet…

২০২৪ সালে পরবর্তী টি-২০ বিশ্বকাপ। তার আগে ২০২৩-এ দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। নতুন বছরের শুরুতেই দেশের মাটিতে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ভাল পারফরম্য়ান্স দেখাতে পারলে জাতীয় দলে সীমিত ওভারের ফর্ম্যাটে নিজের জায়গা পাকা করে ফেলতে পারেন ঈশান। সূর্যকুমার যাদব, ঈশানের মতো ব্যাটার থাকলে সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের শক্তি অনেক বেড়ে যাবে। সেই কারণেই ঈশানের এই ইনিংস ভারতীয় দলের জন্য তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন-

ঈশান-বিরাটের দাপটে সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ২২৭ রানে জয় ভারতের

আন্তর্জাতিক ক্রিকেট দ্বিতীয় সর্বাধিক শতরান, পন্টিংকে টপকালেন বিরাট

আউট হওয়ার সময় ১৫ ওভার বাকি ছিল, ৩০০ রান করার সুযোগ হারালাম, বলছেন ঈশান কিষান