- Home
- Sports
- Cricket
- বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেহওয়াগকে ছাপিয়ে যাওয়ার সুযোগ, নতুন রেকর্ডের সামনে রোহিত
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেহওয়াগকে ছাপিয়ে যাওয়ার সুযোগ, নতুন রেকর্ডের সামনে রোহিত
- FB
- TW
- Linkdin
বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজের মাধ্যমে নতুন মরসুম শুরু করতে চলেছে ভারতীয় দল
আগামী কয়েক মাসে দেশের মাটিতে পরপর টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। প্রথম টেস্ট সিরিজ বাংলাদেশের বিরুদ্ধে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের অন্যতম ভরসা রোহিত শর্মা
দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বড় ইনিংস খেলতে তৈরি ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
বৃহস্পতিবার শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ, তৈরি ভারতীয় দল
বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে একাধিক নতুন রেকর্ড গড়ার পথে ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স ভারতের অধিনায়কের
চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৭০০ রান করেছেন রোহিত শর্মা। ভারতের অধিনায়ক ৩টি করে শতরান ও অর্ধশতরান করেছেন। রোহিতের ব্যাটিংয়ের গড় ৪৬.৬৬।
২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ১২ নম্বরে রোহিত শর্মা
চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ১,৩৯৮ রান করেছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ১২ নম্বরে রোহিত শর্মা।
টেস্ট ক্রিকেটে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এক রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত শর্মা
মহেন্দ্র সিং ধোনিকে ছাপিয়ে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক ওভার-বাউন্ডারি মারার নজির গড়েছেন রোহিত শর্মা।
টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ভারতের অধিনায়ক রোহিত শর্মার ওভার-বাউন্ডারির সংখ্যা ৮৪
টেস্ট ক্রিকেটে ৭৮টি ওভার-বাউন্ডারি মারেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর চেয়ে ৬টি বেশি ওভার-বাউন্ডারি মেরেছেন রোহিত শর্মা।
ভারতীয় দলের প্রাক্তন তারকা ওপেনার বীরেন্দ্র সেহওয়াগকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে রোহিত শর্মা
১০৩ টেস্ট ম্যাচ খেলে ৯০টি ওভার-বাউন্ডারি মেরেছেন বীরেন্দ্র সেহওয়াগ। তাঁকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে রোহিত শর্মা।
বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট ম্যাচে ওভার-বাউন্ডারি মেরেই বড় রান করার লক্ষ্যে রোহিত শর্মা
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭টি ওভার-বাউন্ডারি মারলেই বীরেন্দ্র সেহওয়াগকে ছাপিয়ে যাবেন রোহিত শর্মা।
প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ ওভার-বাউন্ডারি মারার লক্ষ্যে রোহিত শর্মা
বেন স্টোকস (১৩১), ব্রেন্ডন ম্যাকালাম (১০৭) ও অ্যাডাম গিলক্রিস্ট (১০০) ছাড়া অন্য কোনও ব্যাটার টেস্ট ক্রিকেটে ১০০ ওভার-বাউন্ডারি মারতে পারেননি। এবার সেই লক্ষ্যেই রোহিত শর্মা।
প্রথম ব্যাটার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ওভার-বাউন্ডারি মেরেছেন রোহিত শর্মা
এ বছরের জুনে টি-২০ বিশ্বকাপ চলাকীন প্রথম ব্যাটার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ওভার-বাউন্ডারি মেরেছেন রোহিত শর্মা। এখন তাঁর ওভার-বাউন্ডারির সংখ্যা ৬২০।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে ৫০-তম শতরানের লক্ষ্যে রোহিত শর্মা
এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮টি শতরান করেছেন রোহিত শর্মা। তিনি তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ৫০টি শতরান করার লক্ষ্যে।