দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পড়ে গেলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মহম্মদ সিরাজ

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ৪৫। জয়ের জন্য এখনও ১০০ রান দরকার ভারতীয় দলের। একে একে ফিরে গিয়েছেন কে এল রাহুল, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি।

Share this Video

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ৪৫। জয়ের জন্য এখনও ১০০ রান দরকার ভারতীয় দলের। একে একে ফিরে গিয়েছেন কে এল রাহুল, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি। দিনের শেষে ক্রিজে অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাট। বাংলাদেশের স্পিনাররা ভাল বোলিং করছেন। তবে তারপরেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতের পেসার মহম্মদ সিরাজ। তিনি সাংবাদিক বৈঠকে বললেন, 'আমাদের ৪ উইকেট পড়ে গিয়েছে, তবে একজন ব্যাটার যদি সেট হয়ে যায়, তাহলে ১০০ রান তুলে আমরা জয় পেয়ে যাব। আমাদের আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। আমাদের দুটো অতিরিক্ত উইকেট পড়েছে। তবে অক্ষর প্য়াটেল ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করছে। ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার এখনও আছে। ফলে আমাদের চিন্তা করার কিছু নেই। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে আর একটু তাড়াতাড়ি অলআউট করতে পারলে ভাল হত। ওদের যদি ৩০ রান কম থাকত, তাহলে আমাদের সুবিধা হত। তবে এটা নিয়ে ভাবার কিছু নেই।'

Related Video