India vs England: ম্যাঞ্চেস্টারে লড়াইতে ফিরল ভারত। আপাতত চলছে পঞ্চম দিনের লাঞ্চ ব্রেক। এই মুহূর্তে ঠিক কী অবস্থা?

India vs England: ম্যাঞ্চেস্টারে রীতিমতো লড়ছে ভারত। বুধবার থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট (india national cricket team vs england cricket team match scorecard)। আর এই ম্যাচ ভারতের কাছে কার্যত, মরণবাঁচন ম্যাচ। কারণ, এই টেস্টে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে। আর সেই ম্যাচেই জোরদার লড়াই চালাচ্ছে ভারতীয় ক্রিকেট দল।

শুরু হল পঞ্চম তথা শেষ দিনের মধ্যাহ্নভোজের বিরতি

খেলার পঞ্চম দিনের লাঞ্চ ব্রেক পর্যন্ত, ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ২২৩ রান। উল্লেখ্য, টসে জিতে এই ম্যাচে বোলিং নেয় ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে, আপাতত প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ২৬৪ রান। ওপেনার যশস্বী জয়সওয়াল বেশ ভালো খেলেন এদিন। খেলেন ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। কেএল রাহুল করেন ৪৬ রান, সাই সুদর্শনের ঝুলিতে ৬১ রান এবং অধিনায়ক শুভমান গিলের সংগ্রহে ১২ রান। তবে দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ রিটায়ার্ড হার্ট হয়ে ৩৭ রানে প্যাভিলিয়নে ফিরে যান। চোটে আবারও কাবু তিনি (india national cricket team vs england cricket team match scorecard)।

উল্লেখ্য, প্রথমদিন খেলার গুরুত্বপূর্ণ সময়ে, জয়সওয়াল এবং রাহুলের ৫০ রানের পার্টনারশিপ ভারতকে বেশ সাহায্য করে। টেস্টে ক্রিকেটে যশস্বী তাঁর নিজের ক্যারিয়ারের ১২ তম হাফ সেঞ্চুরিটি করে ফেললেন তিনি।

সেইসঙ্গে, সাই সুদর্শনের হাফ সেঞ্চুরির কথাটিও বলতেই হয়। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে, ১০০০ তম রান পূর্ণ করলেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। ওদিকে শার্দূল ঠাকুর করেন ৪৭ রান এবং ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে ২৭ রান। তবে সবকিছুকে ছাপিয়ে গেছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ডান পায়ের পাতায় এতটাই জোরালো আঘাত তৈরি হয় যে, মাঠকর্মীদের গাড়িতে করে মাঠ ছাড়েন ঋষভ পন্থ। কিন্তু বৃহস্পতিবার, সেই পা নিয়েই হেঁটে মাঠে নামলেন পন্থ।

দলের প্রতি দায়বদ্ধতা থেকে চোট নিয়েই মাঠে নামেন তিনি এবং খেলেন মোট ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। প্রথম ইনিংসে ভারতের স্কোর দাঁড়ায় ৩৫৮ রান। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন অধিনায়ক বেন স্টোকস, ৩টি উইকেট পান জোফ্রা আর্চার এবং ১টি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস ও লিয়াম ডসন।

বিধ্বংসী ব্যাটিং করল ইংল্যান্ড

জবাবে ব্যাট করতে নেমে, ভারতীয় বোলারদের কার্যত, নাস্তানুবাদ করছেন ইংল্যান্ড ব্যাটাররা। ধুন্ধুমার ব্যাটিং করেছেন জ্যাক ক্রলে এবং বেন ডাকেট। ক্রলের ঝুলিতে ৮৪ রান এবং ডাকেট করেন ৯৪ রান। একটুর জন্য সেঞ্চুরি মিস করেন তিনি।

অলি পোপ করেন ৭১ রান, লিয়াম ডসনের সংগ্রহে ২৬ রান এবং ব্রাইডন কার্সের ঝুলিতে ৪৭ রান। কিন্তু যে দুজন কার্যত, সবাইকে ছাপিয়ে গেলন, তারা হলেন জো রুট এবং ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। দুর্দান্ত ব্যাটিং করেন দুজন। নিঃসন্দেহে বলা চলে, তাদের ব্যাট থেকে এল অসাধারণ ইনিংস এবং সেঞ্চুরি। রুট করেন ১৫০ রান এবং স্টোকস খেলেন ১৪১ রানের ইনিংস। আর সেই সুবাদেই ইংল্যান্ড বিরাট রান খাড়া করে। ৬৬৯ রানে শেষ হয়ে তাদের ইনিংস।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেজায় বিপাকে পড়ে ভারত। মধ্যাহ্নভোজের বিরতির আগেই রীতিমতো শূন্য রানে ২ উইকেট পড়ে যায়। এমনকি, ২ উইকেটের বিনিময়ে মাত্র ১ রান নিয়ে লাঞ্চ ব্রেকে যায় ভারত। ক্রিজে তখন কেএল রাহুল এবং অধিনায়ক শুভমান গিল।

লড়াইতে ফিরল ভারত

যে জায়গায় ভারত দাঁড়িয়ে ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে প্রয়োজন ছিল গুরুত্বপূর্ণ ইনিংসের। বলা ভালো, ক্রিজে পড়ে থেকে অনবদ্য লড়াই করলেন তারা। যশস্বী জয়সওয়াল এবং সাই সূদর্শন খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর, ভারতকে লড়াইতে ফিরিয়ে আনেন কেএল রাহুল এবং শুভমান গিল। রাহুল আউট হন ৯০ রানে। মাত্র ১০ রানের জন্য শতরান হাতছাড়া করেন এই ভারতীয় ব্যাটার। 

Scroll to load tweet…

কিন্তু গিল সেই ভুল করেননি। ধরে খেলেন এবং ক্রিজ আঁকড়ে পড়ে থেকে লড়াইতে ফেরান ভারতকে। উপহার দেন আরেকটি দুর্দান্ত টেস্ট সেঞ্চুরি। তাঁর সংগ্রহে ১০৩ রান। আপাতত পঞ্চম তথা শেষ দিনের মধ্যাহ্নভোজের বিরতি শুরু হয়েছে। ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ২২৩ রান। টিম ইন্ডিয়া পিছিয়ে আছে মাত্র ৮৮ রানে। ক্রিজে ওয়াশিংটন সুন্দর ২১ রানে এবং রবীন্দ্র জাদেজা শূন্য রানে অপরাজিত আছেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।