সংক্ষিপ্ত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে কি সমতা ফেরাতে পারবে ভারতীয় দল? সেই আশা বাড়িয়ে তুলেছেন যশস্বী জয়সোয়াল, শুবমান গিল।
দেশের মাটিতে টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৩০০ রানের বেশি টার্গেট তাড়া করতে নেমে মাত্র একবারই জয় পেয়েছে ভারতীয় দল। ২০০৮ সালে সেই জয় এসেছিল ইংল্যান্ড। এবার কি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে জয় পাবে ভারত? ১৬ বছর আগে সেই স্মরণীয় ম্যাচে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করার সময় বিস্ফোরক ব্যাটিং করেছিলেন তারকা ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। শনিবার পুণেতে একইরকম ব্যাটিং করছেন যশস্বী জয়সোয়াল। এই তরুণ ওপেনার সেহওয়াগের ধাঁচেই ব্যাটিং করেন। টেস্ট ম্যাচেও আক্রমণাত্মক ব্যাটিংই পছন্দ যশস্বীর। শনিবার দিনের প্রথম সেশনেই অর্ধশতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এই তরুণ। দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি অর্ধশতরান পূরণ করেছেন। তবে শুধু অর্ধশতরান করলেই হবে না। ভারতীয় দলকে জয় পেতে হলে যশস্বীর ব্যাট থেকে বড় রান দরকার।
ব্যর্থ রোহিত, শুবমান
গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং ওপেন করতে নেমে ১৬ বল খেলে মাত্র ৮ রান করেই আউট হয়ে গিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ভালো ব্যাটিং করছিলেন শুবমান গিল। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই ৩১ বলে ২৩ রান করে আউট হয়ে গিয়েছেন তিনি। যশস্বী-শুবমান জুটিতে বড় রান যোগ হলে ভারতীয় দলের সুবিধা হত। কিন্তু সেটা হল না। ভারতীয় দলের রান ১০০ পেরিয়ে গিয়েছে। তবে এখনও অনেক রান বাকি।
শতরানের পথে যশস্বী
অর্ধশতরান করার পর এবার শতরানের পথে যশস্বী। তাঁর সঙ্গে যদি বিরাটের জুটি জমে ওঠে, তাহলে ভারতীয় দল জয়ের পথে এগিয়ে যাবে। এই জুটিকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। এরপর আছেন সরফরাজ খান, ঋষভ পন্থ। তাঁদেরও দায়িত্ব নিতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অশ্বিন-জাডেজার ঘূর্ণিতে ২৫৫ অলআউট নিউজিল্যান্ড, সিরিজে সমতা ফেরাতে ভারতের দরকার ৩৫৯ রান
সুযোগ পেলেন না মহম্মদ শামি, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে অভিমন্যু ঈশ্বরণ
অতীতে হয়েছে, এবারও দেশের মাটিতে টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৩০০-এর বেশি রান তুলে জয় পাবে ভারত?