অস্ট্রেলিয়া সফরের কথা ভেবে ওয়াংখেড়েতে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হবে?
- FB
- TW
- Linkdin
বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগে জসপ্রীত বুমরার ওয়ার্কলোড নিয়ে চিন্তা
২২ নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সেই সিরিজের কথা ভেবে এখন থেকেই পরিকল্পনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জসপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর দেওয়া হচ্ছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে কি জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হবে?
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই ম্যাচে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
ওয়াংখেড়েতে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দীনেশ কার্তিকের
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক বলেছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া উচিত।
অস্ট্রেলিয়া সফরে জসপ্রীত বুমরাকে সম্পূর্ণ ফিট অবস্থায় চাইছে ভারতীয় শিবির
জসপ্রীত বুমরা চোটপ্রবণ ক্রিকেটার। চোটের জন্য তিনি দীর্ঘদিন মাঠের বাইরে থেকেছেন। এই কারণে বুমরার বিষয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় শিবির।
ওয়াংখেড়েতে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়ে মহম্মদ সিরাজকে খেলোনার পক্ষে দীনেশ কার্তিক
দীনেশ কার্তিক বলেছেন, ‘কোনও সন্দেহ নেই যে জসপ্রীত বুমরার বিশ্রাম দরকার। সেটা হলে ওর পরিবর্তে মহম্মদ সিরাজ দলে আসতে পারে। দলে অন্য কোনও বদলের সম্ভাবনা দেখছি না।’
তরতাজা অবস্থায় থেকে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ শুরু করার লক্ষ্যে জসপ্রীত বুমরা
টানা তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জেতার লক্ষ্যে ভারতীয় দল। এই সফরে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন জসপ্রীত বুমরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে হলে চার ম্যাচে জয় দরকার ভারতের
চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আর ছয় ম্যাচ খেলবে ভারতীয় দল। টানা তৃতীয়বার ফাইনালে পৌঁছতে হলে এর মধ্যে চার ম্যাচে জয় পেতে হবে।