India vs South Africa 2nd Test: দক্ষিণ আফ্রিকা দলে একটি পরিবর্তন হয়েছে। কর্বিন বোশের বদলে সেনুরান মুথুস্বামী দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশে এসেছেন।
India vs South Africa 2nd Test: গুয়াহাটিতে শনিবার থেকে শুরু হল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট। ইতিমধ্যেই টসও হয়ে গেছে।ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টসে জিতে ব্যাটিং দক্ষিণ আফ্রিকার
কলকাতার ইডেনে, প্রথম টেস্টে পরাজিত হয় ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় টেস্টের দলে দুটি পরিবর্তন এসেছে। চোট পাওয়া শুভমান গিলের জায়গায় সাই সুদর্শন এবং অক্ষর প্যাটেলের পরিবর্তে অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি প্রথম একাদশে এসেছেন।
দক্ষিণ আফ্রিকা দলেও একটি পরিবর্তন হয়েছে। কর্বিন বোশের বদলে সেনুরান মুথুস্বামী দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশে এসেছেন। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার স্পিনারদের সামনে ভারতীয় ব্যাটিং লাইন-আপ যেভাবে ভেঙে পড়ে, তারপর সবার চোখ এই মুহূর্তে গুয়াহাটির পিচের দিকে। অন্যদিকে, গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের জন্য পেস এবং বাউন্স সহায়ক উইকেট তৈরি করা হয়েছে বলে খবর।
তবে তৃতীয় দিন থেকে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন। তাই টসে জিতে দক্ষিণ আফ্রিকা আগেই ব্যাটিং নিয়েছে। কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপকে কীভাবে সামলাবেন, তার উপর ভারতের ভাগ্য অনেকটাই নির্ভর করছে।
উল্লেখ্য, কলকাতায় প্রথম টেস্ট পরাজিত হয়ে ভারত দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। তাই আগামীকাল শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে জিততে না পারলে ভারত এই সিরিজে হারবে। আর যদি ম্যাচ ড্র হয়, তাহলে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে যাবে।
তবে কেশব মহারাজ এবং সাইমন হার্মারের স্পিন জুটি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। চোট পাওয়া কাগিসো রাবাডার পরিবর্তে লুঙ্গি এনগিডিকে প্রোটিয়া স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুই দলের প্রথম একাদশ
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশঃ এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ভিয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন (উইকেটকিপার-ব্যাটার), মার্কো জানসেন, সেনুরান মুথুস্বামী, সাইমন হার্মার, কেশব মহারাজ
ভারতের প্রথম একাদশঃ কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


