সংক্ষিপ্ত

এই ম্যাচে দলের ওপেনিংয়ে পরিবর্তন আসতে পারে। 

বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে চলেছে ভারত। চার ম্যাচের সিরিজে দুই দলই ১-১ ব্যবধানে রয়েছে। আসলে ভারতীয় দলের  তারকারা অনেকেই ধারাবাহিকতা বজায় রাখতে পারছেন না। যেমন অভিষেক শর্মা দুটি ম্যাচেই প্রায় হতাশ করেছেন। প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সঞ্জু স্যামসন দ্বিতীয় ম্যাচের তৃতীয় বলেই রান না করে আউট হয়ে ফিরে গেছেন। অধিনায়ক সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিংও খুব একটা উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাননি। 

অভিষেক কি তাহলে বাদ পড়বেন? 

ওপেনিংয়ে পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন অনেকে। অভিষেক শর্মার ফর্ম ভারতের জন্য যথেষ্ট মাথাব্যথার কারণ। আইপিএলে এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে দুর্দান্ত খেললেও তারপর থেকে আর সেইভাবে রান পাননি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, বুধবার অভিষেক শর্মার পরিবর্তে ওপেনিংয়ে জিতেশ শর্মাকে সুযোগ দেওয়ার সম্ভাবনা বেশি। অভিষেক এবং সঞ্জুই দলে একমাত্র ওপেনার, তাই ভারতের সামনে অন্য কোনও বিকল্পও নেই।

পিচ রিপোর্ট দেখে নেওয়া যাক

এমনিতেই গতি এবং বাউন্সের জন্য বিখ্যাত সেঞ্চুরিয়নের পিচ। পেসাররা এই পিচ থেকে ভালো সাহায্য পেতে পারেন। টস জিতে যেকোনও দলই বোলিং করতে চাইবে। সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচটিতে বিশাল স্কোর হয়েছিল এই মাঠে। গত ২০২৩ সালে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ২৫৮ রান তোলে। তবে সাত বল বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকা সেই স্কোর টপকে যায়। ম্যাচে মোট ৫১৭ রান হয়েছিল। ৩৫টি ছক্কাও হয়েছিল সেই ম্যাচে। আর সেঞ্চুরিয়নে সর্বনিম্ন স্কোর ১০০ রান। 
 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য দল: জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, রণদীপ সিং/তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং/যশ দয়াল, আবেশ খান/বিজয়কুমার বিশাখ, বরুণ চক্রবর্তী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।