সংক্ষিপ্ত

এবারের  দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের সিরিজে মূলত তরুণ ও কম অভিজ্ঞ বোলারদের নিয়ে খেলেছে ভারতীয় দল। টেস্ট সিরিজে অবশ্য মহম্মদ শামি ছাড়া সব অভিজ্ঞ বোলারই খেলার জন্য তৈরি।

সম্প্রতি সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন মুকেশ কুমার। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরেও সীমিত ওভারের সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বাংলার এই পেসার। চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারছেন না বাংলার পেসার মহম্মদ শামি। তাঁর পরিবর্তে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে খেলার সুযোগ পেতে পারেন মুকেশ। একাদশে থাকার জন্য তাঁর সঙ্গে লড়াই প্রসিদ্ধ কৃষ্ণ ও রবিচন্দ্রন অশ্বিনের। সেঞ্চুরিয়নে ভারতীয় দল হয়তো অতিরিক্ত স্পিনারকে খেলানোর পরিকল্পনা করছে না। ফলে মুকেশের খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। তিনি ভালো ফর্মে আছেন। সেই কারণেই প্রসিদ্ধর পরিবর্তে বাংলার পেসারকে খেলার সুযোগ দেওয়া হতে পারে।

মুকেশের প্রশংসায় রোহিত

সোমবার সাংবাদিক বৈঠকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘প্রসিদ্ধ দীর্ঘদেহী। ও পিচ থেকে বাউন্স আদায় করে নিতে পারে। মুকেশ গত ৮ মাস ধরে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছে। ওদের মধ্যে কাকে খেলার সুযোগ দেওয়া হবে, সেটা পিচের উপর নির্ভর করছে। আমাদের দল কী চাইছে, সেটার উপরেও মুকেশ বা প্রসিদ্ধ, কে খেলবে সেটা নির্ভর করছে। আমাদের দলের (মহম্মদ) সিরাজ ও (জসপ্রীত) বুমরা আছে। দল কী আশা করছে সেটা ওরা জানে। আমাদের দলে কী ধরনের পেসার দরকার, সেটা নিয়ে আলোচনা চলছে। সিম বোলারকে খেলানো হবে না স্যুইং বোলারকে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা ৭৫ শতাংশ নিশ্চিত হয়ে গিয়েছি। পরে টিম মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ম্যাচে প্রভাব ফেলবে আবহাওয়া

ভারত-দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজে প্রথম ২ ম্যাচেই প্রভাব ফেলেছিল বৃষ্টি। প্রথম টেস্ট ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার বৃষ্টির জন্য খোলা মাঠে অনুশীলন করতে পারেনি ভারতীয় দল। আবহাওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করেন রোহিত

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs South Africa: তৈরি রোহিত, বিরাট, বুমরা, দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত

India Vs South Africa: ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতার লক্ষ্যে ভারত

KL Rahul: টেস্টে প্রথমবার কিপিংয়ের দায়িত্বে, সফল হবেন রাহুল, আশাবাদী দ্রাবিড়