- Home
- Sports
- Cricket
- India vs South Africa: ছক্কার ফুলঝুরি! আফ্রিদিকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা
India vs South Africa: ছক্কার ফুলঝুরি! আফ্রিদিকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা
India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে কার্যত, ছক্কার ফুলঝুরি দেখা গেল রোহিত শর্মার ব্যাট থেকে। তার ফলেই, পাকিস্তানের শাহিদ আফ্রিদির রেকর্ডও ভেঙে দিলেন তিনি।

রোহিত শর্মার ঝুলিতে নয়া রেকর্ড
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে, হাফ সেঞ্চুরি করে রোহিত শর্মা একদিনের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড স্পর্শ করলেন এবং ভেঙে দিলেন শাহিদ আফ্রিদির পুরনো রেকর্ড। এই ম্যাচে রোহিত শর্মা ৫১ বলে ৩টি ছক্কা ও ৫টি চার মেরে মোট ৫৭ রান করেন।
সবথেকে বেশি ছয় মারা প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার
এই ম্যাচে ৩টি ছক্কা হাঁকিয়ে একদিনের ক্রিকেটে মোট ৩৫২টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। আর সেই সুবাদেই, তিনি পাকিস্তানের শাহিদ আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ডও ভেঙে দিয়েছেন। এরপর ক্রিস গেইল (৩৫১), জয়সূর্য (২৭০) ও ধোনি (২২৯) রয়েছেন।
আক্রমণে রোহিত-কোহলি
টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম ভারতকে ব্যাট করতে পাঠান। যশস্বী জয়সওয়াল (১৮) আউট হওয়ার পর, বিরাট কোহলি এবং রোহিত শর্মা জুটি বেঁধে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন।
ঋতুরাজ গায়কোয়াড়ের হতাশা
রোহিত ৫৭ রানে আউট হন। এরপর ঋতুরাজ গায়কোয়াড় (৮) এবং ওয়াশিংটন সুন্দর (১৩) দ্রুত আউট হন। বিরাট কোহলি শতরান করেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

