সংক্ষিপ্ত

যতই সময় এগোচ্ছে, ততই যেন পারদ চড়ছে বর্ডার-গাভাসকার ট্রফির। এই বছরের শেষেই অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে টিম ইন্ডিয়া।

যতই সময় এগোচ্ছে, ততই যেন পারদ চড়ছে বর্ডার-গাভাসকার ট্রফির। এই বছরের শেষেই অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে টিম ইন্ডিয়া।

গত দুবারই অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছে ভারত। তবে এবার সেখানে হ্যাটট্রিকের লক্ষ্য নামবেন রোহিত শর্মারা। এই প্রসঙ্গে মহম্মদ শামির (Mohammed Shami) মতে, অস্ট্রেলিয়াই বেশি চিন্তায় থাকবে। সেটাই আবারও স্পষ্ট করে দিলেন ভারতের এই তারকা পেসার।

সিএবি-র (CAB) বিশেষ পুরস্কার পেয়ে নিজের মতামত জানালেন তিনি। প্রসঙ্গত, গত বছরের একদিনের ক্রিকেট বিশ্বকাপে চোট পেয়েছিলেন শামি। এমনকি, আইপিএল এবং টি-২০ ক্রিকেট বিশ্বকাপেও খেলতে পারেননি। তবে বাংলার হয়ে রঞ্জি ট্রফি (Ranji Trophy) দিয়েই ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে শামির।

শুধু তাই নয়, সামনে নিউজিল্যান্ড সিরিজও রয়েছে। তাই মাঠে ফেরার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন মহম্মদ শামি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যে কোনও ফরম্যাটেই নিজের সেরাটা দিতে তৈরি শামি।

আর এবার আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফি নিয়ে শামি জানালেন, “আসলে এবার আমাদের নিয়েই অস্ট্রেলিয়াকে ভাবতে হবে। আমরা গত দুবারই ওখানে গিয়ে জিতে এসেছি। আগে একসময় অস্ট্রেলিয়াকে ওদের দেশে গিয়ে হারানো সহজ ছিল না। কিন্তু এবার অস্ট্রেলিয়ারই চাপে থাকা উচিৎ আমাদের নিয়ে।”

তবে তার আগে অবশ্য বাংলাদেশ সিরিজ রয়েছে। অন্যদিকে আবার পাকিস্তানকে হারিয়ে উজ্জীবিত হয়েছেন শাকিবরাও। যদিও শামির মতে, পাকিস্তানকে হারানো আর ভারতের বিরুদ্ধে জয় পাওয়া মোটেও একরকম কাজ নয়।

এদিন সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পান অনুষ্টুপ মজুমদার। জেন্টলম‌্যান ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয় অভিষেক পোড়েলকে। অপরদিকে জীবনকৃতি সম্মান পান প্রণব রায় এবং রুনা বসু। এবার ঘরোয়া ক্রিকেটে সিএবি লিগ, প্রথম ডিভিশন ওয়ানডে খেতাব এবং জেসি মুখার্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে ভবানীপুর ক্লাব। এদিন ট্রফি তুলে দেওয়া হয় তাদের হাতেও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।