সংক্ষিপ্ত

এবারের আইপিএল শুরু হওয়ার আগে ক্রিকেটারদের চোটের কারণে ধাক্কা খাচ্ছে বিভিন্ন দল। কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিটালসের মতো দলগুলি সমস্যায় পড়ে গিয়েছে।

গোড়ালির চোটের জন্য এবারের আইপিএল-এর প্রথমার্ধে কোনও ম্যাচেই হয়তো খেলতে পারবেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টপ অর্ডার ব্যাটার রজত পতিদার। গত মরসুমে আরসিবি-র হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান ২৯ বছর বয়সি এই ব্যাটার। কিন্তু এবার চোটের জন্য আইপিএল শুরু হওয়ার আগে আরসিবি-র প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারেননি পতিদার। তাঁকে আরসিবি-র শিবিরে যোগ দিতে হলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। কিন্তু আপাতত এই ব্যাটারের পক্ষে আরসিবি-র সতীর্থদের সঙ্গে অনুশীলন করা বা ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না। কারণ, চিকিৎসকরা তাঁকে আগামী ৩ সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া এই ক্রিকেটারকে এমআরআই স্ক্যান করার পরামর্শ দেওয়া হয়েছে। এমআরআই স্ক্যানের রিপোর্টের উপরেই পতিদারের আইপিএল-এর দ্বিতীয়ার্ধে খেলা নির্ভর করবে। এই ব্যাটারকে সারা আইপিএল-এ না পেলে সমস্যায় পড়ে যেতে পারে আরসিবি। কারণ, পতিদারকে ধরেই পরিকল্পনা করছিল আরসিবি।

গতবারের আইপিএল-এর নিলামে কোনও দলই পতিদারকে নেয়নি। উইকেটকিপার লুভনিত শিসোদিয়া মাঝপথে চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে পতিদারকে দলে নেয় আরসিবি। ৭ ম্যাচে খেলার সুযোগ পেয়ে ৩৩৩ রান করেন পতিদার। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৫২.৭৫। এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন তিনি। এটাই আইপিএল-এর ইতিহাসে কোনও ভারতীয় ব্যাটারের দ্রুততম শতরান। ৫৪ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন পতিদার। আইপিএল-এর প্লে-অফ পর্যায়ে এটি দ্রুততম শতরান। ২০১৪ সালের আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৯ বলে শতরান করেন ঋদ্ধিমান সাহা। পতিদারও ৪৯ বলে শতরান করেন। গতবার আরসিবি-র হয়ে তৃতীয় সর্বাধিক রান করেন পতিদার। তিনি অধিনায়ক ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলির পরেই ছিলেন। এহেন ব্যাটারকে না পাওয়া আরসিবি-র পক্ষে বড় ধাক্কা।

পতিদারের আইপিএল-এর দ্বিতীয়ার্ধে মাঠে ফেরার ক্ষীণ আশা থাকলেও, চোটের জন্য হয়তো এবারের আইপিএল-এর কোনও ম্যাচেই খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। ফলে সমস্যা বেড়েছে আরসিবি-র। ৩২৩ বছর বয়সি এই পেসারকে আইপিএল-এর নিলামে ৭.৭৫ কোটি টাকা দিয়ে দলে নেয় আরসিবি। কিন্তু চোটের জন্য অনিশ্চিত এই পেসার। চোটের জন্যই সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়ার ৪ টেস্ট ম্যাচের সিরিজের কোনও ম্যাচেই খেলতে পারেননি হ্যাজেলউড। ৩ ম্যাচের ওডিআই সিরিজেও খেলতে পারেননি এই পেসার। এবার আইপিএল-এও হয়তো তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না।

আরও পড়ুন-

IPL 2023: গত আইপিএল-এ বিভিন্ন বিভাগে ব্যক্তিগত সেরার পুরস্কার পেয়েছিলেন কারা? রইল তালিকা

জেরুজালেমের রেস্তোরাঁয় শিশুর মতো উচ্ছ্বাস সচিনের, ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা

নবম শ্রেণির ইংরাজি প্রশ্নপত্রে বিরাট কোহলির ছবি, উচ্ছ্বসিত অনুরাগীরা