সংক্ষিপ্ত

পরপর ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় কিছুটা পিছিয়ে পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে পাঞ্জাব কিংসকে হারিয়ে ঘুরে দাঁড়াল বিরাট কোহলি, ফাফ ডু প্লেসির দল।

আইপিএল-এ দীর্ঘদিন পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দিয়েই জয়ে ফেরালেন বিরাট কোহলি। তাঁর দল পয়েন্ট তালিকায় ৫ নম্বরে উঠে এল। এই জয়ের পর বিরাট বলেছেন, ‘পয়েন্টস টেবল দিয়ে আমাদের দলের বিচার করা যাবে না। আমাদের নিজেদের কাজটা ঠিকমতো করে যেতে হবে। এই পিচে ফাফ (ডু প্লেসি) খুব ভালো ব্যাটিং করল। ওর ইনিংসের সুবাদেই আমরা শেষদিকে অতিরিক্ত ২০-৩০ রান করতে পারি। এই পিচ একেবারেই মসৃণ ছিল না। আমার মনে হয় ঠিকমতো জল দেওয়া হয়নি। স্পিনারদের বলে ব্যাকফুটে ওভার-বাউন্ডারি মারতে গিয়ে সমস্যা হচ্ছিল। আমাদের পরিকল্পনা ছিল, শেষপর্যন্ত ক্রিজে টিকে থাকতে হবে এবং ১৯০ রান করতে হবে। আমাদের দলের বোলারদের বলেছিলাম, আমরা যে রান করেছি সেটা জয়ের জন্য যথেষ্টর চেয়েও বেশি। আমরা শেষপর্যন্ত বিপক্ষ দলকে লড়াইয়ে থাকতে দিতে পারি না। বিশেষ করে ওরা যখন ৬-৭ উইকেট হারিয়েছে। ওদের ব্যাটিং লাইনআপে গভীরতা আছে, তবে আমাদের বোলিং লাইনআপও ভালো। মাঝপথে আমরা আলোচনা করছিলাম, বিপক্ষ শিবিরকে চাপে ফেলে দিতে হবে। পাওয়ার-প্লে-তে ৪ উইকেট নিলে দ্রুত ম্যাচ শেষ করে দেওয়া উচিত।’

বিরাট আরও বলেছেন, ‘এই জয় আমাদের অপ্রতিরোধ্য দলে পরিণত করছে না। আজকের আগে পয়েন্ট তালিকা যে অবস্থায় ছিল, সেটাও আমাদের খারাপ দল হিসেবে চিহ্নিত করতে পারেনি। পয়েন্টস টেবল আমাদের দলের মানসিকতা নির্ণয় করতে পারে না। আমরা সবে ৫-৬টি ম্যাচ খেললাম। আমরা যে পদ্ধতিতে খেলার চেষ্টা করছি সেভাবেই খেলে যেতে হবে। লড়াইয়ে টিকে থাকতে হবে।’

এই ম্যাচে ১৬ ওভার পর্যন্ত উইকেট হারায়নি আরসিবি। ১৫ ওভারের শেষে বিরাটদের স্কোর ছিল বিনা উইকেটে ১৩০। কিন্তু তারপরেও শেষ ৫ ওভারে মাত্র ৪৪ রান করে আরসিবি। এ প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘আমরা ব্যাটিং করার সময় পরিস্থিতি দ্রুত বদলে যায়। ফাফ অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের পরিকল্পনা ছিল, যতক্ষণ সম্ভব ব্যাটিং করে যাব যাতে অতিরিক্ত ২০ রান করতে পারি। ম্যাচ ৭-৮ গড়ানোর পর ব্যাটে ঠিকমতো বল আসছিল না। পিচে বল পড়ে থমকে যাচ্ছিল। তখন আমরা পরিকল্পনা বদল করে শেষপর্যন্ত ক্রিজে টিকে থাকার চেষ্টা শুরু করি। আমি আর ফাফ শেষপর্যন্ত ক্রিজে থাকলে ১৯০ থেকে ২০০ রান করতে পারতাম। তবে এই পিচে ১৭৫ ভালো স্কোর বলেই মনে হয়েছিল।’

আরও পড়ুন-

IPL 2023: অধিনায়ক বিরাটের প্রত্যাবর্তনে জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান

ICC Rankings: টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই মুম্বই ইন্ডিয়ানসের সূর্যকুমার যাদব