12:21 AM (IST) Apr 21
কেকেআর-এর বিরুদ্ধে ৪ উইকেটে জয় দিল্লি ক্যাপিটালসের

কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ প্রথম জয় পেল দিল্লি ক্যাপিটালস।

12:01 AM (IST) Apr 21
১১১ রানে ৬ উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস

২১ রান করে আউট হয়ে গেলেন দিল্লি মণীশ পাণ্ডে, ০ রানে আউট আমন হাকিম খান। ১১১ রানে ৬ উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস।

11:41 PM (IST) Apr 20
৪১ বলে ৫৭ রান করে আউট হয়ে গেলেন ডেভিড ওয়ার্নার

৪১ বলে ৫৭ রান করে বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লু হয়ে গেলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

11:28 PM (IST) Apr 20
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের অর্ধশতরান

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে অর্ধশতরান করলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

11:20 PM (IST) Apr 20
৬৭ রানে ৩ উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস

৩ বলে ৫ রান করে অনুকূল রায়ের বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ফিলিপ সল্ট। ৬৭ রানে ৩ উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস।

11:17 PM (IST) Apr 20
২ রান করে আউট হয়ে গেলেন মিচেল মার্শ

৯ বল খেলে মাত্র ২ রান করে নীতীশ রানার বলে আউট হয়ে গেলেন মিচেল মার্শ। ৬২ রানে ২ উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস।

11:02 PM (IST) Apr 20
১৩ রান করেই আউট পৃথ্বী শ

এবারের আইপিএল-এ ফের ব্যর্থ দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ। ১৩ রান করে বরুণ চক্রবর্তীর বলে প্লেড অন হয়ে গেলেন এই ব্যাটার। ৩৮ রানে প্রথম উইকেট হারাল দিল্লি।

10:55 PM (IST) Apr 20
৩ ওভারে ৩১ রান দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো ব্যাটিং করছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৩ ওভারের শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ৩১। ওয়ার্নার ২৩ ও পৃথ্বী শ ৭ রানে অপরাজিত।

10:45 PM (IST) Apr 20
দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাটিং ওপেন করছেন পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার

দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও 'ইমপ্যাক্ট প্লেয়ার' পৃথ্বী শ।

10:25 PM (IST) Apr 20
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১২৭ রানে অলআউট হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স

৩৮ রান করে অপরাজিত আন্দ্রে রাসেল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ১২৭ রানে অলআউট হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স।

10:14 PM (IST) Apr 20
১০০ পেরিয়ে গেল কেকেআর-এর স্কোর

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৯ উইকেটে ১০০ পেরিয়ে গেল। ক্রিজে আন্দ্রে রাসেল ও বরুণ চক্রবর্তী।

09:59 PM (IST) Apr 20
৩ রান করেই আউট হয়ে গেলেন উমেশ যাদব

৩ রান করে অ্যানরিক নর্খিয়ের বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন উমেশ যাদব। ৯৬ রানে ৯ উইকেট হারাল কেকেআর।

09:55 PM (IST) Apr 20
প্রথম বলেই আউট 'ইমপ্যাক্ট প্লেয়ার' অনুকূল রায়

ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ব্যাটিং করতে নেমে কুলদীপ যাদবের প্রথম বলেই আউট হয়ে গেলেন অনুকূল রায় (০)। পরপর ২ বলে উইকেট নিলেন কুলদীপ। ৯৩ রানে ৮ উইকেট হারাল কেকেআর।

09:52 PM (IST) Apr 20
৩৯ বলে ৪৩ রান করে আউট জেসন রয়

৯৩ রানে ৭ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। কুলদীপ যাদবের বলে আমন হাকিম খানকে ক্যাচ দিয়ে আউট জেসন রয়। ৪৩ রান করলেন রয়।

09:32 PM (IST) Apr 20
৪ রান করেই আউট হয়ে গেলেন সুনীল নারিন

৬ বলে ৪ রান করে ইশান্ত শর্মার বলে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন সুনীল নারিন। ৭০ রানে ৬ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।

09:28 PM (IST) Apr 20
৮ বলে ৬ রান করে আউট হয়ে গেলেন রিঙ্কু সিং

৬৪ রানে ৫ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। ৬ রান করে অক্ষর প্যাটেলের বলে ললিত যাদবকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রিঙ্কু।

09:18 PM (IST) Apr 20
১২ রান করে আউট মনদীপ সিং, চতুর্থ উইকেট হারাল কেকেআর

১১ বলে ১২ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে গেলে মনদীপ সিং। ৫০ রানে ৪ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। 

09:03 PM (IST) Apr 20
৭ বল খেলে ৪ রান করে আউট কেকেআর অধিনায়ক নীতীশ রানা

ইশান্ত শর্মার বলে মুকেশ কুমারকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ৪ রান করলেন কেকেআর অধিনায়ক। ৩২ রানে ৩ উইকেট হারাল কেকেআর।

08:51 PM (IST) Apr 20
২ বল খেলে ০ রানেই আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার

অ্যানরিক নর্খিয়ের বলে মিচেল মার্শকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ২৫ রানে ২ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।

08:43 PM (IST) Apr 20
শুরুতেই উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স

৪ রান করেই মুকেশ কুমারের বলে ললিত যাদবকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার লিটন দাস। ১৫ রানে প্রথম উইকেট হারাল কেকেআর।

Read more Articles on