শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। টানা ৫টি ওভার-বাউন্ডারি মেরে কেকেআর-কে -জেতালেন রিঙ্কু সিং।
- Home
- Sports
- Cricket
- IPL 2023 GT Vs KKR Live Updates: শেষ ওভারে ৫টি ওভার-বাউন্ডারি রিঙ্কু সিংয়ের, অবিশ্বাস্য জয় কেকেআর-এর
IPL 2023 GT Vs KKR Live Updates: শেষ ওভারে ৫টি ওভার-বাউন্ডারি রিঙ্কু সিংয়ের, অবিশ্বাস্য জয় কেকেআর-এর

ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ছন্দ ফিরে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধেও জয়ের লক্ষ্যে নীতীশ রানার দল। গত ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ লেগ-স্পিনার সূয়শ শর্মা। তিনি দলের ভরসা।
শেষ ওভারে ৩১ রান করে কেকেআর-কে জেতালেন রিঙ্কু সিং
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক রশিদ খানের
পরপর ৩ বলে আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও শার্দুল ঠাকুরকে আউট করে হ্যাটট্রিক করলেন গুজরাট টাইটানসের অধিনায়ক রশিদ খান।
পরপর ২ বলে উইকেট, প্রথম বলেই আউট সুনীল নারিন
১৭-তম ওভারে পরপর ২ বলে উইকেট নিলেন গুজরাট টাইটানসের অধিনায়ক রশিদ খান। আন্দ্রে রাসেলের পর আউট সুনীল নারিন (০)। ১৫৫ রানে ৬ উইকেট হারাল কেকেআর।
ফের ব্যর্থ কলকাতা নাইট রাইডার্সের তারকা আন্দ্রে রাসেল
২ বল খেলে ১ রান করে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা আন্দ্রে রাসেল।
৪০ বলে ৮৩ রান করে আউট ভেঙ্কটেশ আইয়ার
৪০ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ১৫৪ রানে ৪ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
২৯ বলে ৪৫ রান করে আউট কেকেআর অধিনায়ক নীতীশ রানা
২৯ বলে ৪৫ রান করে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ১২৮ রানে ৩ উইকেট হারাল কেকেআর।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে লড়াই চালাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার ও নীতীশ রানা
কলকাতা নাইট রাইডার্সের হয়ে লড়াই চালাচ্ছেন অধিনায়ক নীতীশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার।
পাওয়ার-প্লে শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২ উইকেটে ৪৩
৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২ উইকেটে ৪৩। নীতীশ রানা ৪ ও ভেঙ্কটেশ আইয়ার ১৮ রানে অপরাজিত।
২৮ রানে দ্বিতীয় উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স
৬ রান করে আউট কলকাতা নাইট রাইডার্সের ওপেনার এন জগদীশন। ২৮ রানে ২ উইকেট হারাল কেকেআর।
কেকেআর ওপেনার রহমানউল্লা গুরবাজকে ফেরালেন মহম্মদ সামি
১৫ রান করে মহম্মদ সামির বলে আউট কলকাতা নাইট রাইডার্সের ওপেনার রহমানউল্লা গুরবাজ। প্রথম উইকেট হারাল কেকেআর।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন রহমানউল্লা গুরবাজ ও এন জগদীশন
কলকাতা নাইট রাইডার্সের হয়ে রান তাড়া করছেন রহমানউল্লা গুরবাজ ও এন জগদীশন।
৪ উইকেটে ২০৪ রান করল গুজরাট টাইটানস
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ উইকেটে ২০৪ রান করল গুজরাট টাইটানস। ২৪ বলে ৬৩ রান করে অপরাজিত বিজয় শঙ্কর।
৫৩ রান করে আউট সাই সুদর্শন, চতুর্থ উইকেট পেল কেকেআর
৩৮ বলে ৫৩ রান করে সুনীল নারিনের বলে অনুকূল রায়ের হাতে ধরা পড়লেন সাই সুদর্শন। ১৫৩ রানে ৪ উইকেট হারাল গুজরাট টাইটানস।
অর্ধশতরান করলেন গুজরাট টাইটানসের ব্যাটার সাই সুদর্শন
এবারের আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন সাই সুদর্শন। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অর্ধশতরান করলেন সুদর্শন।
১৪ রান করে সূযশ শর্মার বলে বোল্ড অভিনব মনোহর
১৪ রান করে সূযশ শর্মার বলে বোল্ড হয়ে গেলেন অভিনব মনোহর। ১১৮ রানে ৩ উইকেট হারাল গুজরাট টাইটানস।
৩৯ রান করে আউট শুবমান গিল
৩১ বলে ৩৯ রান করে সুনীল নারিনের বলে উমেশ যাদবের হাতে ধরা পড়লেন শুবমান গিল। ১০০ রানে দ্বিতীয় উইকেট হারাল গুজরাট টাইটানস।
শুবমান গিল-সাই সুদর্শন জুটিতে ৫০ রানের বেশি যোগ হল
শুবমান গিল ও সাই সুদর্শন জুটি ৩২ বলে ৫০ রান যোগ করল। এই দুই ব্যাটারই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।
গুজরাট টাইটানসের হয়ে ভালো ব্যাটিং করছেন শুবমান গিল-সাই সুদর্শন
ঋদ্ধিমান সাহা আউট হয়ে গেলেও, গুজরাট টাইটানসের হয়ে ভালো ব্যাটিং করছেন শুবমান গিল ও সাই সুদর্শন। ঘরের মাঠে বড় স্কোরের লক্ষ্যে গুজরাট।
জগদীশনের অসাধারণ ক্যাচ, ১৭ রান করে আউট ঋদ্ধিমান সাহা
সুনীল নারিনের বলে অসাধারণ ক্যাচ নিয়ে ঋদ্ধিমান সাহাকে আউট করে দিলেন এন জগদীশন। ১৭ রান করে ফিরে গেলেন ঋদ্ধিমান। ৩৩ রানে প্রথম উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।
গুজরাট টাইটানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল
গুজরাট টাইটানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে ঋদ্ধিমান।